মহরমের আগে শিল্পীদের ব্যস্ততা, তৈরি হচ্ছে রকমারি তাজিয়া

Laltu Mukherjee

Updated on:

Advertisements

লাল্টু : মহরম হলো ইসলাম ধর্মাবলম্বীদের কাছে শোকযাত্রা। আর এই শোকযাত্রা রয়েছে আগামীকাল। রীতি মেনে প্রতিবছর এই শোকযাত্রায় ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা তাজিয়া বের করে থাকেন। আর তা দেখতে রাস্তার ধারে ভিড় জমান সব ধর্মের মানুষেরা। তবে চলতি বছর করোনা প্রকোপের কারণে এই শোকযাত্রার শোভাযাত্রা বাতিল করেছে প্রশাসন। প্রশাসনিকভাবে তা বাতিল করা হলেও নিয়ম অনুসারে রকমারি তাজিয়া তৈরি করছেন শিল্পীরা।

Advertisements

ইসলাম ধর্মাবলম্বীদের এই শোকযাত্রায় বের হয় দুলদুল ঘোড়া, কারবালা, লাঠিসোটা। যা নিয়েই তারা উন্মত্ত হয়ে ‘হায় হোসেন হায় হোসেন’ করতে করতে বক্ষে করাঘাত করেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এই শোকযাত্রা নিজেদের এলাকার মধ্যেই সীমাবদ্ধ থাকবে এমনটাই জানিয়েছেন ইসলাম ধর্মাবলম্বীদের ইমামরা এবং প্রশাসন কর্তারা।

Advertisements

বর্তমানে মহরমের আগের দিন জোর কদমে চলছে তাজিয়া নির্মাণের কাজ। অন্যান্য বছর যেখানে নানান ধরনের অভিনবত্ব এনে এই সকল তাজিয়া তৈরি করা হয়ে থাকে সে সকল ক্ষেত্রে এই বছর ভাটা পড়েছে। বীরভূমের দুবরাজপুরের ইসলামপুর সহ বেশ কিছু এলাকায় প্রতিবছর তাজিয়া নির্মাণের ক্ষেত্রে নানান অভিনবত্ব আনা হয়। তবে এই বছর কেবলমাত্র রীতি মেনেই এই কাজ করা হচ্ছে। শেষ মুহূর্তের প্রস্তুতিতে সূক্ষ্ম কারুকার্যে সাজিয়ে তুলতে শিল্পীদের ফুরসত নেই। বীরভূমের দুবরাজপুর ব্লকের ইসলামপুরে শেখ শরিফ হোসেন, শেখ নাসিবউদ্দিন, সেখ মাসুম আলী রাতদিন এক ক’রে সাজিয়ে তুলেছেন মহরমের তাজিয়া।

Advertisements

দুবরাজপুরের ইসলামপুরের ডাঙ্গালপাড়ার দশের পক্ষ থেকে তৈরি করা হচ্ছে সুসজ্জিত তাজিয়া। তারা অন্যান্য বছর তাদের নতুন নতুন ভাবনা শহরের মানুষের জন্য তুলে ধরেন। তবে এই বছর একেবারে সাধারণ ভাবে তৈরি হচ্ছে তাজিয়া। তাদের এই তাজিয়া তৈরি হচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকা ব্যয়ে। পাঁচ-ছয় দিন ধরে কাজ চলছে। করোনাকালে তেমন জৌলুস না থাকায় মন খারাপ শিল্পী শেখ শরীফ হোসেন সহ অন্যান্যদের।

দুবরাজপুরের ইসলামপুরের বোলতলা দশের পক্ষ থেকে প্রায় ১৫ জন শিল্পী দিনরাত এক করে কাজ করে চলেছেন। তাদের এই তাজিয়া তৈরির খরচ হচ্ছে প্রায় ২৬ হাজার টাকা। এই তাজিয়া তৈরীর কাজ করছেন শেখ মাসুম আলী।

দুবরাজপুরে মাঝপাড়া দশের তাজিয়া তৈরির কাজ প্রায় শেষ মুহূর্তে। গত সাতদিন ধরে তারা এই কাজ করে চলেছেন। এই তাজিয়া তৈরি করতে ২৭ হাজার টাকা খরচ হয়েছে বলে জানিয়েছেন শিল্পী শেখ নাসিবউদ্দিন। তবে বর্তমান করোনাকালে এই সকল তাজিয়া রাস্তায় বের করা যাবে না, যে কারণে মন খারাপ শিল্পী থেকে অন্যান্যদের প্রত্যেকেরই।

Advertisements