দীঘা : ১ কেজি মাছের দাম ১১ হাজার টাকা। অনেকের কাছেই মাছের এত দাম হতে পারে তা অবিশ্বাস্য। তবে অবিশ্বাস্য হলেও এমন কিছু মাছ রয়েছে যেগুলি লক্ষ লক্ষ টাকায় বিক্রি হয়ে থাকে। ঠিক সেই রকমই দীঘার (Digha) মোহনায় থাকা মৎস্য নিলাম কেন্দ্রে ১১ হাজার টাকা কেজি দরে ৩টি মাছ বিক্রি করা হলো। যে তিনটি মাছের মোট দাম উঠেছে ৪.৪০ লক্ষ টাকা।
বর্ষার মরশুমে সমুদ্রে পাড়ি দিয়ে মাছ ধরা শুরু হতেই বিভিন্ন ধরনের মাছ মৎস্যজীবীদের জালে ধরা পড়তে দেখা যায়। সেই সকল মাছ বিভিন্ন মৎস্য নিলাম কেন্দ্রে এনে মৎস্যজীবীরা বিক্রি করে থাকেন আর রাতারাতি তারা বিপুল টাকা উপার্জন করে থাকেন। মৎস্যজীবীদের কাছে এই সকল মাছ লটারিতে টাকা জেতার মতোই। তবে এর জন্য তাদের কঠোর পরিশ্রম করতে হয়। ঘর সংসার ছেড়ে দিনের পর দিন মাঝ সমুদ্রে পড়ে থাকতে হয়।
সমুদ্রে যে সকল বহুমূল্যবান মাছ মৎস্যজীবীদের জালে ধরা পড়ে তাদের মধ্যে অন্যতম হলো তেলিয়া ভোলা (Telia Bhola Fish)। ঠিক সেই রকমই এবার দীঘার মৎস্য নিলাম কেন্দ্রে যে তিনটি মাছ ১১ হাজার টাকা কিলো দরে বিক্রি করা হয়েছে সেই তিনটি মাছ হলো তেলিয়া ভোলা। বহুমূল্যবান এই মাছে মহাঔষধি গুণ থাকার কারণে এগুলির দাম এত টাকা হয়ে থাকে।
আরও পড়ুন : Haldia: রান্নার তেলের নদী, মাছ ধরার মত বালতি-বাটি-ড্রামে হলদিয়ায় তেল ভরে নিয়ে গেলেন গ্রামবাসীরা
মৎস্যজীবীদের জালে তিনটি বড় ধরনের তেলিয়া ভোলা মাছ ধরা পড়ার পর সেগুলি দীঘার মৎস্য নিলাম কেন্দ্রে আনা হয় নিলামের জন্য। ওই তিনটি মাছের ওজন দাঁড়ায় ৪০ কেজি। মাছগুলি নিলাম করা শুরু হলে এক ব্যবসায়ী ওই মাছ ১১ হাজার টাকা কিলো দরে কিনে নেন। তিনটি মাছের মোট দাম দাঁড়ায় ৪ লক্ষ ৪০ হাজার টাকা। ওই তিনটি মাছ কাঁথির পেটুয়া এলাকা থেকে দীঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্রে আনা হয়। মাছগুলি মিহির কুমার ভূঁইয়ার আড়তে নিলামে চড়ানো হয়। ওই মাছগুলি কিনে নেয় কলকাতা মেরিন প্রোডাক্ট সংস্থা। এই তেলিয়া ভোলা মাছের পটকা এবং অন্যান্য অংশ থেকে নানান ধরনের ওষুধ তৈরি করা হয়। এছাড়াও এই মাছগুলি বিদেশে লক্ষ লক্ষ টাকা মুনাফার বিনিময়ে রপ্তানি করা হয়ে থাকে। মৎস্যজীবীদের জালে এই ধরনের মাছ যখনই ওঠে তখনই তাদের কাছে তার লক্ষ্মী লাভের মতো হয়ে দাঁড়ায়।
১১ হাজার টাকা কিলো দরে বহুমূল্যবান মাছ বিক্রি হচ্ছে আর সেই মাছের নিলাম দেখতে সাধারণ মানুষদের ভিড় হবে না, এমনটা নয়। কেননা এই ধরনের মাছ দীঘার মোহনায় এলেই সাধারণ বাসিন্দা থেকে শুরু করে পর্যটকরা তা দেখার জন্য ভিড় জমান। এবারও সেই ঘটনার বাইরে কিছু হয়নি। মৎস্য নিলাম কেন্দ্রে তেলিয়া ভোলা মাছ এসেছে খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পর্যটকদের অনেকেই রয়েছেন যারা সেই মাছ দেখতে ভিড় জমান।