নিজস্ব প্রতিবেদন : বর্তমানে অধিকাংশ মানুষের হাতে পৌঁছে গিয়েছে মোবাইল ফোন। মোবাইল ফোন পৌঁছে যাওয়ার পাশাপাশি অধিকাংশ ক্ষেত্রেই জায়গা দখল করেছে স্মার্টফোন। এই সকল স্মার্টফোন কেবলমাত্র কথা বলার জন্য ব্যবহার করা হয়ে থাকে এমন নয়, পাশাপাশি এতে থাকে যাবতীয় প্রয়োজনীয় নথিপত্র, ছবি, ভিডিও ইত্যাদি।
আবার এই স্মার্টফোন চুরি হয়ে যাওয়া অথবা হারিয়ে যাওয়ার ঘটনা নিত্য নতুন কিছু নয়। প্রতিদিনই এইরকম শতাধিক ফোন চুরি অথবা হারিয়ে যাচ্ছে। এ সকল ফোন হারিয়ে যাওয়া অথবা চুরি হয়ে যাওয়ার পর প্রথমেই আমাদের থানায় দৌঁড়াতে দেখা যায়। তবে সেই সময় আমরা এতটা নজর রাখি না আমাদের তথ্য সুরক্ষিত রয়েছে কিনা। স্মার্টফোনে থাকা এই সকল তথ্য সহজেই সুরক্ষিত রাখা যেতে পারে মাত্র ৩টি উপায় অবলম্বন করলে।
১) ফোন চুরি অথবা হারিয়ে যাওয়ার পর প্রথমেই যা করতে হবে তা হল কেন্দ্রের তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দ্বারা পরিচালিত www.ceir.gov.in ওয়েবসাইটে গিয়ে আপনার ফোনটি ব্লক করতে হবে। এক্ষেত্রে বেশ কিছু তথ্য চাওয়া হবে সেগুলি সঠিকভাবে দিতে হবে।
২) আপনার ফোনে এমন কিছু তথ্য রয়েছে যেগুলি অন্য কারোর হাতে চলে গেলে বিপত্তি বাঁধতে পারে, এমন হলে android ব্যবহারকারীদের www.google.com/android/find ওয়েবসাইটে গিয়ে আপনি সেই সকল তথ্য মুছে ফেলতে পারবেন। আইফোন ব্যবহারকারীরা একই কাজ করতে পারবেন www.icloud.com/find ওয়েবসাইট থেকে।
৩) এর পাশাপাশি ফোন হারিয়ে যাওয়া অথবা চুরি হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটলে সবার প্রথম আপনার ওই ফোনে থাকা সিম কার্ড ব্লক করে দিতে হবে। কেননা সিম কার্ড চালু থাকলে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা উধাও সহ অন্যান্য অপরাধমূলক ঘটনা ঘটতে পারে।