নারদা কাণ্ডে ববি হাকিম সহ একাধিক তৃণমূল নেতাকে ইডি-র নোটিশ

Madhab Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : একুশের বিধানসভা নির্বাচনের আগে ফের একবার রাজ্যে সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি। বিশেষ সূত্রে জানা গিয়েছে, কলকাতার প্রাক্তন মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিম, প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং মদন মিত্রকে নারদা কাণ্ডে ইডির নোটিশ দেওয়া হয়েছে। তবে এই নোটিশ সংক্রান্ত বিষয় তৃণমূল নেতা প্রসূন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তিনি এখনো পর্যন্ত কোনো নোটিশ পাননি।

Advertisements

Advertisements

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, আয় ব্যয়, সম্পত্তি এবং অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য চাওয়ার বিষয়ে আগেই চাওয়া হয়েছিল। তা স্মরণ করিয়ে দেওয়ার জন্যই মূলত এই নোটিশ। জানা গিয়েছে আগামী এক সপ্তাহের মধ্যে সমস্ত তথ্য ইডি দপ্তরে জমা দিতে হবে। গত জুলাই মাসে এবং লকডাউনের আগে নারদা কাণ্ডে নোটিশ পাঠানো হয়েছিল বলে জানিয়েছেন ইডি কর্তারা।

Advertisements

সূত্রের খবর, ২০০৮ সাল থেকে ওই নেতাদের আয়কর রিটার্ন জমা দেওয়া এবং সম্পত্তির খতিয়ান মিলিয়ে দেখাই হলো মূল উদ্দেশ্য। আয়ের অতিরিক্ত সম্পত্তি রয়েছে কিনা তা খতিয়ে দেখতে এই নোটিশ।

প্রসঙ্গত, নারদা কাণ্ড ২০১৬ সালে গোটা দেশে আলোড়ন ফেলে দিয়েছিল। নারদা নিউজ ডটকম নামে একটি সংবাদ সংস্থা সে বছর বিধানসভা নির্বাচনের আগে স্টিং অপারেশন করে দেখায় যে রাজ্যের তৃণমূল নেতা মন্ত্রী থেকে পুলিশ অফিসাররা টাকা নিচ্ছেন। পরে এই ঘটনার তদন্ত শুরু হয় এবং তা তদন্ত করার ভার পায় সিবিআই এবং ইডি।

Advertisements