LIC New Scheme: এলআইসি হলো দেশের অন্যতম বৃহৎ বিমা কোম্পানি। সম্প্রতি তারা এনেছে একটি নতুন স্কিম যা একেবারে অভিনব। স্কিমটি একমাস আগেই চালু করা হয়েছে। এতটাই সফলতা অর্জন করেছে যা বলার মত নয়। ৫০ হাজার রেজিস্ট্রেশন জমা পড়েছে এক মাসের মধ্যে এই স্কিমটিতে। যদি মহিলারা দশম শ্রেণী পাস হয় তাহলে তারা মাসিক বেতন এবং ৭,০০০ টাকা পর্যন্ত কমিশন পেতে পারেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই স্কিমটি চালু করেছে দেশের নারীদের ক্ষমতাকে আরও বেশি শক্তিশালী করার উদ্দেশ্যে।
দেশের এই বিমা কোম্পানিটি বরাবর চেষ্টা করে এসেছে এমন কিছু প্রকল্প (LIC New Scheme) আনতে যাতে সুবিধা লাভ করতে পারবে দেশের মানুষ। আজকের প্রতিবেদনে আলোচিত প্রকল্পটির দ্বারা দেশের মহিলারা অনেক বেশি উপকৃত হবে। যারা এই প্রকল্পটি সম্পর্কে বিস্তারিতভাবে জানেন না তারা অবশ্যই মনোযোগ সহকারে আজকের এই প্রতিবেদনটি পড়বেন।
বুধবার জীবন বিমা নিগম এই বিষয়ে স্পষ্ট জানিয়েছে যে, দেশে এই প্রকল্পটি (LIC New Scheme) চালু হয়েছে তার এক মাস পূর্ণ হয়ে গেছে এবং তার মধ্যে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছে এই প্রকল্পটি। আর এই এক মাসে বিমা সখীর মোট রেজিস্ট্রেশনের সংখ্যা ৫২,৫১১। সব থেকে খুশির খবর হল এর মধ্যে ২৭,৬৯৫ জন বিমা সখিকে পলিসি বিক্রির জন্য নিয়োগপত্র দেওয়া হয়েছে এবং ১৪,৫৮৩ জন বিমা সখি পলিসি বিক্রি শুরু করেছেন।
আরও পড়ুন:LIC Jeevan Akshay Plan: অবসর জীবনে মাসে মাসে পেনশন পেতে চান, আজই বিনিয়োগ করুন LIC-এর এই স্কিমে
এলআইসি-র সিইও সিদ্ধার্থ মোহান্তি বিমা সখী সম্পর্কে বলেছেন যে, এলআইসির সবথেকে বড় লক্ষ্য হলো এক বছরের মধ্যে দেশের প্রতিটি পঞ্চায়েতে কমপক্ষে একজন করে ‘বিমা সখী’(LIC New Scheme)নিয়োগ করা। সিইও এই বিষয়ে আরো বলেছেন যে, বিমা সখীর অন্যতম কাজ হবে পলিসি বিক্রি করা। যারা এই পদের জন্য নিয়োজিত হবে তাদের অবশ্যই পলিসি বিক্রির উপর কমিশন দেওয়া হবে, শুধু তাই নয় পাশাপাশি তিন বছরের জন্য মাসিক সাম্মানিক ভাতাও পাওয়া যাবে।
যারা এই প্রকল্প সম্পর্কে জানেন না, তারা জেনে নিন প্রত্যেক ‘বিমা সখী’কে প্রথম বছরে প্রতি মাসে দেওয়া হবে ৭,০০০ টাকা করে, দ্বিতীয় বছরে প্রতি মাসে ৬,০০০ টাকা করে এবং তৃতীয় বছরে মাসে ৫,০০০ টাকা করে ভাতা দেওয়া হবে। পাশাপাশি যেসব মহিলা এজেন্টরা নিযুক্ত থাকবেন তারা বিমা পলিসির উপর ভিত্তি করে কমিশন পেতে পারেন। এলআইসিএর মূল লক্ষ্য হলো আগামী তিন বছরের মধ্যে ২ লক্ষ ‘বিমা সখী’ নিয়োগের লক্ষ্যমাত্রা পূরণ করা। যারা এই পদের জন্য নিযুক্ত হবেন তাদের বয়সসীমা হতে হবে ১৮ থেকে ৭০ বছর পর্যন্ত, যাঁরা দশম শ্রেণি উত্তীর্ণ হয়েছেন, তারাও এই পদের জন্য আবেদন করতে পারবেন।