Thunderstorms South Bengal: কবে মিলবে প্যাচপ্যাচে গরম থেকে মুক্তি! দক্ষিণবঙ্গের ১৫ জেলায় ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ সহ তুমুল ঝড়-বৃষ্টি

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : তাপপ্রবাহের গরমের পর এখন শুরু হয়েছে প্যাচপ্যাচে গরম। তাপপ্রবাহ চলাকালীন যে গরম ছিল তার থেকেও এই গরম আরও অস্বস্তিকর। এখন তাপমাত্রার পারদ আগের তুলনায় কম থাকলেও অস্বস্তি বেড়েছে কয়েক গুণ। মূলত বাতাসে আদ্রতার পরিমাণ বেশি থাকার কারণে এমন অস্বস্তি। তবে আজ সেইভাবে মুক্তি না মিললেও সোমবার থেকেই এমন অস্বস্তি থেকে মুক্তি মিলবে দক্ষিণবঙ্গের (South Bengal) বাসিন্দাদের বলেই জানাচ্ছে হাওয়া অফিস (Weather Office)।

Advertisements

সোমবার দক্ষিণবঙ্গের ১৫ জেলায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। শুধু বৃষ্টির পূর্বাভাস নয়, এর পাশাপাশি পূর্বাভাস দেওয়া হয়েছে বজ্রবিদ্যুৎ (Thunderstorms) সহ বৃষ্টির। এছাড়াও তুমুল বেগে ঝড় বইবে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে। তাহলে চলুন দেখে নেওয়া যাক দক্ষিণবঙ্গের কোন কোন জেলার জন্য হাওয়া অফিসের তরফ থেকে কিরকম অ্যালার্ট (Thunderstorms alert in South Bengal) দেওয়া হয়েছে।

Advertisements

সোমবার দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ থেকে শুরু করে দক্ষিণ ২৪ পরগনা পর্যন্ত অর্থাৎ ১৫ জেলাতেই তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। এছাড়াও প্রত্যেক জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে। দক্ষিণবঙ্গের ১৫ জেলার মধ্যে সর্তকতা জারি করা হয়েছে ৪ জেলায়।

Advertisements

আরও পড়ুন ? Toto Causes Load Shedding: শুধু যানজট পাকানো নয়, টোটোর বিরুদ্ধে আরও বড় অভিযোগ, ভুগতে হচ্ছে সবাইকে

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই সকল জেলায় হাওয়া অফিসের তরফ থেকে কমলা সর্তকতা জারি করা হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির ক্ষেত্রে জারি করা হয়েছে হলুদ সর্তকতা। অন্যান্য জেলাগুলির ক্ষেত্রেও ঝড় বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।

তবে বর্তমানে যে অসহ্য অস্বস্তি গরম চলছে তা থেকে রবিবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলার বাসিন্দারা মুক্তি পাবেন না। রবিবার এমন অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামে। অন্যদিকে রবিবার তাপপ্রবাহের সর্তকতা রয়েছে পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে। এরই মধ্যে আবার রবিবার ১০ জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর সেই জেলাগুলি হল মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া, বাঁকুড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়।

Advertisements