নিজস্ব প্রতিবেদন : দিন দুয়েক আগে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির দেখা মিলেছে। তবে যে পরিমাণ বৃষ্টি হয়েছে সেই বৃষ্টি এখনো দক্ষিণবঙ্গের বৃষ্টির ঘাটতি মেটাতে পারেনি। এসবের মধ্যেই নতুন করে একটি নিম্নচাপের ভ্রুকুটি দেখা দিয়েছে আর তার প্রভাবে দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টি পূর্বাভাস (Weather Update) রয়েছে।
চলতি বছর প্রথম থেকে বৃষ্টির পরিমাণ স্বাভাবিক থাকবে বলে জানানো হলেও দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেক কম। এমনকি এই বছর ভারত ভূখণ্ডের পাশাপাশি উত্তরবঙ্গেও বর্ষার আগমন তাড়াতাড়ি হলেও দক্ষিণবঙ্গকে বৃষ্টিতে সেই ভাবে ভেজাতে পারেনি। এসবের মধ্যেই বৃষ্টি নিয়ে যখন আশঙ্কা তৈরি হচ্ছে তখন শনিবার ও রবিবার ভালো বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস।
হাওয়া অফিসে পূর্বাভাস থেকে জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। যে ঘূর্ণাবর্ত আপাতত দক্ষিণ দিকে হেলে থাকার কারণে শুক্রবার ও শনিবার ভালো বৃষ্টির আশা করা হচ্ছে। এর পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে বলে জানা যাচ্ছে শনিবার। এসবের পরিপ্রেক্ষিতে আগামী ৭ দিন দক্ষিণবঙ্গে স্বাভাবিক অথবা স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে।
ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের কারণে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে স্প্রেইড রেইন দেখা যাবে। তবে রবিবার বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের কোন জেলাতেই নেই বলে হাওয়া অফিসের পূর্বাভাস। এরপর আবার সোমবার থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হবে গোটা দক্ষিণবঙ্গেই। দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
হাওয়া অফিসের তরফ থেকে শুক্রবার আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে যে আপডেট দেওয়া হয়েছে তাতে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস।