UTS App New Rules: শুধু লোকাল নয়, এক্সপ্রেস ট্রেনের টিকিটও মিলবে UTS অ্যাপে, এসে গেল বড় বদল

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দেশে প্রতিদিন প্রায় দু’কোটি মানুষ রেল পরিষেবার ওপর ভর করে যাতায়াত করে থাকেন। এই সকল যাত্রীদের রেল পরিষেবার ওপর ভর করে যাতায়াত করার জন্য প্রয়োজন হয় বৈধ টিকিট। বর্তমানে স্টেশনের টিকিট কাউন্টার ছাড়াই অনলাইনে দিন দিন বেড়ে চলেছে টিকিট কাটার ধুম। আর এরই পরিপ্রেক্ষিতে এবার UTS অ্যাপে (UTS App New Rules) বড় বদল আনল ভারতীয় রেল (Indian Railways)।

Advertisements

বর্তমানে সাধারণ যাত্রীদের মধ্যে অনলাইনে টিকিট বুকিং করার ধুম বাড়ার ফলে একদিকে যেমন আয়ারসিটিসির আইআরসিটিসি কানেক্ট অ্যাপের ব্যবহার বাড়ছে, ঠিক সেই রকমই বাড়ছে ইউটিএস অ্যাপের ব্যবহার। অনেকেই ইউটিএস অ্যাপ ব্যবহার করে থাকেন মূলত লোকাল ট্রেনের টিকিট বুকিং করার জন্যই। তবে লোকাল ট্রেন ছাড়াও এক্সপ্রেস ট্রেনেরও টিকিট বুকিং করা যায় এই অ্যাপ থেকে।

Advertisements

IRCTC এর আইআরসিটিসি কানেক্ট অ্যাপ থেকে মূলত যে সকল ট্রেনের রিজার্ভেশন রয়েছে সেই সকল ট্রেনের রিজার্ভেশন কামরার টিকিট দেওয়া হয়। অন্যদিকে ইউটিএস অ্যাপ এখন যেকোনো ট্রেনের অসংরক্ষিত অর্থাৎ আনরিজার্ভড কামরার ট্রেনের টিকিট দেওয়া হচ্ছে। এই অ্যাপের মধ্যে এখন যে সকল সুবিধা দেওয়া হচ্ছে তাতে রীতিমতো যাত্রীদের টিকিট বুকিং করা অনেক সহজ হয়ে দাঁড়িয়েছে।

Advertisements

আরও পড়ুন ? UTS App Ticket Booking: UTS অ্যাপের টিকিট বুকিংয়ের নিয়মে বদল, এবার টিকিট বুকিংয়ে মিলবে দুর্দান্ত সুবিধা

ইউটিএস অ্যাপ থেকে এখন লোকাল, এক্সপ্রেস সহ সমস্ত ট্রেনের টিকিট বুকিং করা সম্ভব। তবে মনে রাখতে হবে এই অ্যাপের মাধ্যমে টিকিট বুকিং করা যাবে কেবলমাত্র অসংরক্ষিত বা জেনারেল কামরার। পাশাপাশি টিকিট কাউন্টার থেকে টিকিট বুকিং করলে যে খরচ পড়ে, ইউটিএস অ্যাপ থেকেও টিকিট বুকিং করলে একই খরচ পড়বে। নতুন এই ব্যবস্থার ফলে এখন যাত্রীরা বাড়িতে বসেই এক্সপ্রেস ট্রেনের জেনারেল কামরার টিকিট বুকিং করে নিতে পারবেন।

এছাড়াও সম্প্রতি ইউটিএস অ্যাপে আরও একটি বড় পরিবর্তন আনা হয়েছে। আগে যেখানে এই অ্যাপের মাধ্যমে টিকিট বুকিং করার জন্য যাত্রীদের স্টেশন থেকে নির্দিষ্ট দূরে থাকতে হতো, এখন আর সেই নিয়ম কার্যকর নয়। নতুন নিয়ম অনুযায়ী এখন রেল স্টেশন থেকে যেকোনো দূরত্বের মধ্যে থেকেই যাত্রীরা লোকাল ট্রেনের টিকিট থেকে শুরু করে এক্সপ্রেস ট্রেনের জেনারেল কামরার টিকিট বুকিং করতে পারবেন। এই অ্যাপের মধ্যে এবার যে যে পরিবর্তন আনা হয়েছে তাতে টিকিট কাউন্টারে লাইন দিয়ে দাঁড়িয়ে থেকে এক্সপ্রেস ট্রেনের জেনারেল কামরার টিকিট অথবা লোকাল ট্রেনের টিকিট বুকিংয়ের জন্য অপেক্ষা করতে হবে না।

Advertisements