নিজস্ব প্রতিবেদন : যত দিন যাচ্ছে ততই ট্রেনে যাত্রীদের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে। আগে যেখানে প্রতিদিন কয়েক লক্ষ মানুষ ট্রেনের উপর ভর করে যাতায়াত করতো, সেই জায়গায় এখন সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২ কোটি। স্বাভাবিকভাবেই এত সংখ্যক যাত্রী বেড়ে যাওয়ায় ট্রেনের টিকিট নিয়ে চলছে টানাটানি। কেননা যাত্রীসংখ্যা কয়েকগুণ বেড়ে গেলেও ট্রেন সংখ্যা, তার সঙ্গে সমান্তরাল দেখে বাড়েনি।
বর্তমানে ট্রেনের টিকিট নিয়ে এমন পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে যে, কিছু কিছু রুটে এক মাসের বেশি সময় আগেও টিকিট বুকিং করলে কনফার্ম টিকিট পাওয়া যাচ্ছে না। তবে এই পরিস্থিতির কথা মাথায় রেখে এবার ভারতীয় রেলের (Indian Railways) তরফ থেকে বড় পদক্ষেপ নেওয়া হল। সেই বড় পদক্ষেপ অনুযায়ী ১৫১টি কোচ (Extra Coach on Trains) বিভিন্ন ট্রেনে লাগিয়ে বাড়তি বার্থ উপহার দেওয়ার পদক্ষেপ নেওয়া হল। ইতিমধ্যেই এই সকল ট্রেনে বাড়তি কোচ লাগানোর পাশাপাশি কিছু কিছু ট্রেনে বাড়তি কোচ লাগানোর পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে।
উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে ২০২৩-২৪ অর্থবর্ষে ১৫১ টি অতিরিক্ত কোচ স্থায়ীভাবে বিভিন্ন ট্রেনের সঙ্গে যুক্ত করেছে। যে সকল ট্রেনে বাড়তি কোচ লাগানো হয়েছে সেই সকল ট্রেনগুলি হল ১২৫০৫/১২৫০৬ কামাখ্যা-আনন্দ বিহার টার্মিনাল-কামাখ্যা, ১৫৬৫৮/১৫৬৫৭ কামাখ্যা-দিল্লি-কামাখ্যা, ১২৫২৩/১২৫২৪ নিউ জলপাইগুড়ি-নিউ দিল্লি-নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস, ১৫৪৮৩/১৫৪৮৪ আলিপুরদুয়ার-দিল্লি-আলিপুরদুয়ার, ১৫৪১৭/১৫৪১৮ আলিপুরদুয়ার-শিলঘাট টাউন-আলিপুরদুয়ার, ০২৫০২/০২৫০১ আগরতলা-কলকাতা-আগরতলা স্পেশাল, ০২৫১৮/০২৫১৭ গুয়াহাটি-কলকাতা-গুয়াহাটি স্পেশাল।
আরও পড়ুন ? KMRCL: হাওড়া ময়দান থেকে মেট্রো চালু হতেই কথা রাখল KMRCL, বাড়তি দিতেও রাজি
১২৫০৫/১২৫০৬ কামাখ্যা-আনন্দ বিহার-কামাখ্যা, ১৫৬৫৮/১৫৬৫৭ কামাখ্যা-দিল্লি-কামাখ্যা, ১৫৪৮৩/১৫৪৮৪ আলিপুরদুয়ার-দিল্লি-আলিপুরদুয়ার, ২২৫০২/২২৫০১ নিউ তিনসুকিয়া–এসএমভিটি বেঙ্গালুরু-নিউ তিনসুকিয়া এক্সপ্রেস, ১৫৯০৯/১৫৯১০ ডিব্রুগড়-লালগড়-ডিব্রুগড়, ১৫৭০৭/১৫৭০৮ কাটিহার-অমৃতসর-কাটিহার, ১৫৬১২/১৫৬১১ শিলচর-রঙিয়া-শিলচর এক্সপ্রেস, ২০৫০১/২০৫০২ আগরতলা-আনন্দ বিহার টার্মিনাস-আগরতলা তেজস এক্সপ্রেস, ১৫৭১৩/১৫৭১৪ কাটিহার-পাটনা-কাটিহার, ১৫৬১২/১৫৬১১ শিলচর-রঙিয়া-শিলচর এক্সপ্রেস, ১৫৮৯৫/১৫৮৯৬ রঙিয়া-মুর্কংসেলেক-রঙিয়া এক্সপ্রেসে, ১২৫০৫/১২৫০৬ কামাখ্যা-আনন্দ বিহার-কামাখ্যা, ১৫৬৫৮/১৫৬৫৭ কামাখ্যা-দিল্লি-কামাখ্যা, ১৫৬৬৫/১৫৬৬৬ গুয়াহাটি-মরিয়নি-গুয়াহাটি এবং ১৫৬৬৯/১৫৬৭০ গুয়াহাটি-ডিব্রুগড় -গুয়াহাটি সহ একগুচ্ছ ট্রেনে বাড়তি কোচ লাগানো হয়েছে।
এই সকল বাড়তি কোচ লাগানোর ফলে হাজার হাজার বার্থ তৈরি হয়েছে। যার ফলে এখন টিকিটের চাহিদা অনেকটাই মিটে গেছে। সহজেই যাত্রীরা তাদের কনফার্ম টিকিট পাচ্ছেন। তবে শুধু উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের অধীনে থাকা ট্রেনগুলিতেই এমন বাড়তি কোচ লাগানো হয়েছে তা নয়। এর পাশাপাশি অন্যান্য জোনেও যে সকল ট্রেনে ব্যাপক যাত্রী চাহিদা রয়েছে সেই সকল ট্রেনগুলিতেও বাড়তি কোচ লাগানো হয়েছে অথবা লাগানোর পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। মোটের উপর ভারতীয় রেলওয়ে কনফার্ম টিকিটের আকাল ঠেকাতে এই ধরনের একের পর এক পদক্ষেপ নিচ্ছে।