Kedarnath Helicopter Ticket Price: আরাম করে হেলিকপ্টারে চড়েই হয় কেদারনাথ দর্শন! জানুন খরচ আর অনলাইন বুকিং পদ্ধতি

Antara Nag

Published on:

Advertisements

The Ticket Price and detail information of Kedarnath Helicopter Service: কিছু দিন আগে হেলিকপ্টারে যান্ত্রিক গোলযোগের কারণে সমস্যার মুখে পড়েছিলেন বেশ কিছু যাত্রী। হেলিপ্যাড থেকে প্রায় ১০০ মিটার দূরেই ল্যান্ড করাতে হয়েছিল হেলিকপ্টারটিকে। যদিও যাত্রী বা চালকের কোনো রকম কোনো ক্ষতি হয়নি এই ঘটনায়। তারপরও পূন্যার্থীরা ভাবছেন এবার কেদারনাথ যাত্রা হেলিকপ্টারে (Kedarnath Helicopter Ticket Price) করা কি সুরক্ষিত হবে? বিশেষজ্ঞদের মতে এটি একটি বিক্ষিপ্ত দুর্ঘটনা ছিল। তার ওপর ভিত্তি করে আতঙ্কে জড়িয়ে পড়ার কোন কারণ নেই। এ বছরও কেদারনাথ মন্দির চত্বরে হেলিকপ্টার পরিষেবা চলছে রমরমিয়ে। কিভাবে বুকিং করবেন সেই পদ্ধতি জানানো হলো আজকের প্রতিবেদনে।

Advertisements

প্রতিবছর এপ্রিল থেকে নভেম্বর অব্দি খোলা থাকে কেদারনাথ মন্দির। পুণ্যার্থীরা প্রতিবছরই এই সময় ভিড় জমান কেদারনাথের মন্দির দর্শন করার উদ্দেশ্যে। কেউ হেটে মন্দির অব্দি পৌঁছানোর চেষ্টা করেন তো কেউ হেলিকপ্টারে আরামে পৌঁছাতে চান মন্দির চত্বরে। অনেকেই আছেন যারা কষ্টের কথা চিন্তা করে আগে থেকেই আতঙ্কিত হয়ে পড়েন এবং কেদারনাথ যাত্রা থেকে বিরত থাকেন। কিন্তু আপনি কি জানেন কেদারনাথ যাত্রাপথে রয়েছে হেলিকপ্টারের (Kedarnath Helicopter Ticket Price) ব্যবস্থা। সেই হেলিকপ্টারে চড়ে আপনি কেদারনাথের মন্দির দর্শন করতে পারবেন। হেলিকপ্টারে করে মন্দির চত্বর অব্দি পৌঁছাতে কোন কষ্ট হয় না, বরঞ্চ বেশ আরামে পৌঁছানো যায়।

Advertisements

ভ্রমণের কমপক্ষে ৬ দিন আগে হেলিকপ্টার (Kedarnath Helicopter Ticket Price) বুক করতে হয় কেদারনাথ যাওয়ার জন্য। গুপ্তকাশি থেকে কেদারনাথ মন্দির অব্দি যাবার জন্য মাথাপিছু হেলিকপ্টার ভাড়া ধার্য করা হয়েছে প্রায় ৮ হাজার টাকার কাছাকাছি। ফাতা বা সিরসি থেকে কেদারনাথ মন্দির অব্দি যাবার জন্য হেলিকপ্টারে মাথাপিছু খরচ পড়ে প্রায় ৬ হাজার টাকা। অফিসিয়াল ওয়েব সাইট থেকে হেলিকপ্টার গুলি বুক করা সম্ভব। প্রতিদিন ১২ টা থেকে পোর্টালটি খোলা থাকে। চার ধাম যাত্রার জন্য নাম নথিভুক্ত করাতে হয়।

Advertisements

আরও পড়ুন ? Kedarnath Helicopter Accident: বন বন করে পাক খেয়ে মুখ থুবড়ে পড়ল হেলিকপ্টার! কেদারনাথে ঘটল বিপত্তি

২০২৪ সালের ১০ই মে থেকে চার ধামের অন্যতম অংশ কেদারনাথ যাত্রা শুরু হয়েছে। ২০ শে জুন অব্দি এই যাত্রা চলবে। এরপর ১৫ সেপ্টেম্বর থেকে ৩১ শে অক্টোবর পর্যন্ত খোলা থাকবে কেদারনাথের রাস্তা। ২০ শে এপ্রিল থেকে এই যাত্রা পথের জন্য হেলিকপ্টার বুকিং প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আপনি যদি হেলিকপ্টার (Kedarnath Helicopter Ticket Price) কেদারনাথ যেতে চান, তাহলে তাড়াতাড়ি বুকিং করুন। হেলিকপ্টার বুকিং যখন তখন বন্ধ হয়ে যেতে পারে। তবে এই হেলিকপ্টার পরিষেবা বুকিং এর ক্ষেত্রে বেশ কিছু নকল ওয়েবসাইট চালু রয়েছে অনলাইনে তাই বুকিং করার আগে খুব সাবধানে যাচাই করে তবেই পেমেন্ট করবেন। এমন ভুল কোন সাইডে পেমেন্ট করলে আর্থিক ক্ষতির সম্ভাবনা থেকে যায়। আইআরসিটিসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে হেলিকপ্টার বুক করা সম্ভব।

ওয়েব সাইটে ঢুকে নাম, ফোন নাম্বার, ইমেইল এড্রেস, পাসওয়ার্ড ইত্যাদি দিয়ে রেজিস্ট্রেশন করাতে হয়। তারপর আইডি ও পাসওয়ার্ড দিয়ে পোর্টালে লগইন করে চারধাম রেজিস্ট্রেশনের জন্য গ্রুপ আইকন অথবা সিঙ্গেল আইকনে ক্লিক করুন। নিজের একার জন্য টিকিট বুক করতে চাইলে সিঙ্গেল আইকনটি ব্যবহার করতে হয় এরপর হেলিকপ্টারটি ব্যবহারের জন্য নির্দিষ্ট সময় বেছে নিতে হয় ওয়েবসাইট থেকে। এছাড়া যাত্রীদের বিবরণ যুক্ত করতে হয় সেখানে। মোবাইলে জেনারেট হওয়া ওয়ান টাইম পাসওয়ার্ড দিয়ে পেমেন্ট অপশনে ক্লিক করুন। পেমেন্ট সাকসেসফুল হলেই সেখান থেকেই আপনার রিজার্ভেশন কনফার্মেশন মেসেজ পেয়ে যাবেন। কেদারনাথ দর্শনে যাবার সময় প্রত্যেক জাতির বৈধ পরিচয় পত্র সঙ্গে রাখা বাধ্যতামূলক।

Advertisements