পুরীর মন্দিরে প্রবেশের নিয়মে আসছে বদল! এবার খসবে বাড়তি টাকা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : পুরীর জগন্নাথ দেব মন্দিরে (Puri Jagannath dev temple) প্রতিদিন প্রায় ৫০ হাজারের বেশি পুণ্যার্থীদের আগমন ঘটে। আবার উৎসবের দিনে পুণ্যার্থীদের এই সংখ্যা দ্বিগুণ হয়ে যায়। রাজ্য, দেশ বিদেশ থেকে এই সকল পুণ্যার্থীদের জগন্নাথ দেবের মন্দিরে এসে থাকেন। পুণ্যার্থীরা যাতে সুষ্ঠুভাবে জগন্নাথ দেবের দর্শন করতে পারেন তার জন্য প্রশাসনিকভাবে নানান ব্যবস্থা গ্রহণ করা হয়। সে সকল ব্যবস্থাপনা অনুযায়ী নিয়ম মেনে জগন্নাথ দেব মন্দিরে প্রবেশ করতে হয় পুণ্যার্থীদের। তবে এবার এই নিয়মে বদল আসছে।

Advertisements

জগন্নাথ দেব মন্দিরে যে নিয়মে বদল আসছে তা হল পরিমানিক নিয়ম। এই নিয়ম অবশ্য প্রথম জারি হবে এমন নয়। সাত বছর আগেও এই নিয়ম লাগু ছিল। যদিও পরবর্তীতে তা বন্ধ করে দেওয়া হয়। আর এবার সাত বছর পর পুনরায় সেই নিয়মকে ফিরিয়ে আনা হচ্ছে। পারিমানিক নিয়ম অনুযায়ী এবার টিকিট কেটে মন্দিরের ভিতর প্রবেশ করতে হবে পুণ্যার্থীদের। টিকিট কেটে প্রবেশের ক্ষেত্রে বাড়তি টাকা খসবে তা নিয়ে কোন সন্দেহ নেই।

Advertisements

পরিমাণিক নিয়ম চালু হওয়ার পর বিনামূল্যে জগন্নাথ দর্শন অবশ্য বন্ধ হয়ে যাচ্ছে না। নির্দিষ্ট কিছু সময়ের জন্য চালু হবে এই পরিমানিক দর্শন। নির্দিষ্ট করে দেওয়া সময়ের মধ্যে পুণ্যার্থীরা টিকিট কেটে মন্দিরে প্রবেশ করতে পারবেন। এক্ষেত্রে টিকিটের দাম কত করা হবে এবং কতক্ষণের জন্য এই বন্দোবস্ত করা হবে সে সম্পর্কে খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নেবে শ্রী জগন্নাথ ট্রাস্ট অ্যাসোসিয়েশন।

Advertisements

সাত বছর আগে যখন এমন পরিমানিক নিয়ম জারি ছিল তখন টিকিটের দাম ছিল ৫০ টাকা। গর্ভগৃহে প্রবেশ করার জন্য এই টাকা দিতে হতো এবং দিনে কয়েক ঘণ্টা নির্ধারণ করা হতো এই পরিমানিক ব্যবস্থাই মন্দিরে প্রবেশের জন্য। তবে ২০১৬ সালের জানুয়ারি মাসে যখন জগন্নাথ দেব মন্দির সংস্কার করার কাজ শুরু হয় সেই সময় রাতারাতি এমন পরিমানিক ব্যবস্থা তুলে দেওয়া হয়।

বর্তমানে পুণ্যার্থীরা বাহারা এবং ভিতরে কথা অংশ থেকে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে দর্শন করে থাকেন। আগে যখন পরিমানিক ব্যবস্থা চালু ছিল তখন পুন্যার্থীদের গর্ভগৃহে প্রবেশ করানো হতো। সেক্ষেত্রে এবার পুনরায় এই ব্যবস্থা চালু হলে পুণ্যার্থীদের গর্ভগৃহে প্রবেশ করানো হবে কিনা তা অবশ্য এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। পুনরায় এই ব্যবস্থা চালু হওয়ার আগে টিকিটের দাম, সময় এবং গর্ভগৃহে প্রবেশ করানো হবে কিনা এই সকল সব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

Advertisements