The ticket to visit the puja will be confirmed easily: পুজোর ছুটিতে ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন? কোথায় দার্জিলিং নাকি অন্য কোনো জায়গা? কিন্তু পরিবহণ ব্যবস্থার জটিলতা নিয়ে পিছিয়ে পড়ছেন? ঘুরতে যাওয়ার টিকিট কনফার্ম (Confirmed Ticket) করতে পারবেন কিনা সেই চিন্তায় প্ল্যান ক্যান্সেল করছেন? দরকার নেই প্ল্যান ক্যান্সেল করার। এবারের পূজোর ছুটিতে ঘুরতে যেতে পারবেন নিজের পছন্দের জায়গায়। তার জন্যই বিশেষ ব্যবস্থা নিল রেল কর্তৃপক্ষ। যা জানালেন বিজ্ঞপ্তি মাধ্যমে। কি সিদ্ধান্ত নিল রেল?
প্রসঙ্গত, তীব্র তাপপ্রবাহের কারণে বেশ কয়েকদিন আগে পর্যন্ত টানা ছুটি ছিল শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে। এই ছুটিকে কাজে লাগিয়ে অনেকেই ঘুরে এসেছেন ঠান্ডার দেশ থেকে। অপরদিকে ঢাকে কাঠি পড়তেও খুব বেশিদিন বাকি নেই। আর কয়েক মাস পরেই শুরু হবে পুজোর প্রস্তুতি পর্ব। আরে পুজোর সময়ও পাওয়া যাবে বেশ টানা কয়েক দিনের ছুটি। যে ছুটিতে অনেকেই ভ্রমণের পরিকল্পনা করেন। ঘুরতে যাওয়ার ডেস্টিনেশন থাকে দার্জিলিং। আর টিকিট কাটা নিয়ে সমস্যায় পড়তে হয় যাত্রীদের। এবার সেই বিষয়েই এক বড় ঘোষণা করল রেল কর্তৃপক্ষ।
পুজোর সময়ে অনেকেই ঘুরতে যাওয়ার জন্য আগে থেকে টিকিট কাটেন। এই পরিস্থিতিতে এতটাই টিকিট কাটার চাপ থাকে যে টিকিট বুকিং শুরু হতে না হতেই বুকিং শেষ হয়ে যায়। এবার সেই টিকিট বুকিংয়ের ক্ষেত্রেই এক বিশেষ ব্যবস্থা নিল রেল কর্তৃপক্ষ। যার ফলে টিকিট বুকিং করতে গিয়ে আর হয়রানির শিকার হতে হবে না যাত্রীদের। এ বিষয়ে কি পদক্ষেপ নিল রেল কর্তৃপক্ষ?
জানা গিয়েছে পুজোর ভিড় সামাল দিতে এবার টিকিট বুকিংয়ের জন্য কাউন্টার খোলা থাকবে রবিবার দিনেও। অর্থাৎ রবিবার দিনেও কাউন্টারে থাকবেন কর্মীরা। যা ১৬ই জুন থেকে পরবর্তী মাস ১৬ই জুলাই অর্থাৎ একমাস চালু থাকবে এই বিশেষ ব্যবস্থা। যা জানিয়েছেন পূর্ব রেলের মুখ্য জ সংযোগ অফিসার কৌশিক মিত্র। যার ফলে যাত্রীরা সহজেই ছুটির দিনে তাদের টিকিট কনফার্ম (Confirmed Ticket) করতে পারবেন। তবে উল্লেখ্য বিষয় ছুটির দিনগুলিতে এই কাউন্টার খোলা থাকবে শুধুমাত্র সকালের দিকে। কোন কোন জায়গায় খোলা থাকবে এই টিকিট কাউন্টার?
খবর হয়েছে, কলকাতা, শিয়ালদা উভয় ডিভিশনেই এই ব্যবস্থা চালু থাকবে। এছাড়াও যে জায়গাগুলিতে অফিস খোলা থাকবে তা হল কলকাতা, শিয়ালদহ, টিটাগর, ব্যারাকপুর, বালিগঞ্জ, দক্ষিণেশ্বর, কল্যাণী, নৈহাটি, ক্যানিং, মাঝেরহাট, বজ বজ, টালিগঞ্জ, সোনারপুর, হাসনাবাদ, যাদবপুর, বসিরহাট, দমদম জংশন, বনগাঁ, দমদম ক্যান্টনমেন্ট, বিরাটি, হাবরা, ঠাকুরনগর, বারাসাত, বারুইপুর, মধ্যমগ্রাম, লালগোলা, ডায়মন্ড হারবার, মুর্শিদাবাদ, লক্ষ্মীকান্তপুর, বেথুয়াডহরি, বহরমপুর কোর্ট, পলাশি, বেলেডাঙ্গা, দেবগ্রাম, বেলঘড়িয়া, কৃষ্ণনগর সিটি, বগুলা, মাজদিয়া, কাঁচরাপাড়া, শ্যামনগর, কাঁকিনাড়া, সোদপুর, বিধাননগর রোড, রানাঘাট। তাই পূজায় ঘুরতে যাওয়ার প্ল্যান থাকলে আর দেরি না করে চটজলদি কনফার্ম করে ফেলুন টিকিট। অনলাইনেও ওয়েবসাইটে তথ্য অনুযায়ী অনলাইন টিকিট কনফার্ম করতে পারেন।