এবার হাজারদুয়ারি ঘুরতে গেলেই খসবে বাড়তি টাকা, নয়া সিদ্ধান্ত কর্তৃপক্ষের

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : শীতের মরশুম আসতেই বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান তৈরি করে ফেলছেন ভ্রমণপিপাসুরা। ঘুরতে যাওয়ার এই সকল জায়গাগুলির মধ্যে অন্যতম জায়গা হল মুর্শিদাবাদ। কারণ মুর্শিদাবাদের আনাচে-কানাচে রয়েছে ঐতিহাসিক সব নিদর্শন। একদিন হোক অথবা দুদিন, বহু পর্যটকদের মুর্শিদাবাদ যেতে দেখা যায় এবং সেখানে হাজারদুয়ারি সহ বিভিন্ন জায়গায় ঘুরতে দেখা যায়।

Advertisements

হাজারদুয়ারি ঘুরতে যাওয়ার ক্ষেত্রে পর্যটকদের বেশি করে টানার আরও এক কারণ হলো সস্তায় ঐতিহ্যমন্ডিত জায়গাগুলি ঘুরে দেখার সুযোগ পাওয়া এবং হইহুল্লোড় করে দিন কাটানো। এছাড়াও তো রয়েছেই নিজস্বী এবং নিজেদের মধ্যে ছবি তোলার হিড়িক। তবে এবার হাজারদুয়ারি ঘুরতে যাওয়ার ক্ষেত্রে পর্যটকদের বাড়তি টাকা খসবে কর্তৃপক্ষের সিদ্ধান্তে।

Advertisements

এমনিতেই বহু আগে থেকেই প্রচলন রয়েছে মিউজিয়াম দেখতে পর্যটকদের টিকিট কাটতে হয়। তবে এবার যদি কেউ ভেবে থাকেন তিনি মিউজিয়াম বা সংগ্রহশালায় প্রবেশ না করে লাগোয়া উদ্যান এ কিছুটা সময় কাটাবেন তাহলেও তাকে গ্যাঁটের কড়ি খসাতে হবে। কারণ এবার থেকে এই খোলা উদ্যানে প্রবেশ করতে হলেও কাটতে হবে টিকিট। এমনই সিদ্ধান্ত নিয়েছে সংগ্রহশালা কর্তৃপক্ষ।

Advertisements

নতুন এই নিয়ম চালু হয়েছে ১ নভেম্বর। এমন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মিউজিয়াম কর্তৃপক্ষের তরফ থেকে দাবি করা হয়েছে, হাজারদুয়ারি চত্বরে কয়েক মাস ধরেই মাদকাসক্তদের ভিড় বাড়ছে। এছাড়াও অনেকেই রয়েছেন যারা মিউজিয়ামে প্রবেশ না করে ঘন্টার পর ঘন্টা উদ্যান চত্বরে কাটিয়ে দিচ্ছেন। অহেতুক ভিড় এবং অবাধ গতিবিধি নিয়ন্ত্রণ করার জন্যই এমন সিদ্ধান্ত।

হাজারদুয়ারির যে সংগ্রহশালা রয়েছে সেখানে প্রবেশ করার ক্ষেত্রে পর্যটকদের ২৫ টাকা অথবা ২০ টাকা করে টিকিট কাটতে হয়। অফলাইনে টিকিটের দাম ২৫ টাকা এবং অনলাইনে টিকিটের দাম ২০ টাকা। এখন যদি কোন পর্যটক ওই সংগ্রহশালায় প্রবেশ না করে সংগ্রহশালা সংলগ্ন উদ্যানে প্রবেশ করতে চান তাহলেও তাকে একই হারে টাকা দিয়ে টিকিট কিনতে হবে।

Advertisements