ফের বাঘের আতঙ্ক বীরভূমে, এবার রামপুরহাট

নিজস্ব প্রতিবেদন : আবারও বাঘের আতঙ্ক বীরভূমে, এবার রামপুরহাট। বীরভূম জেলার রামপুরহাট থানার অন্তর্গত কাষ্ঠগড়া গ্রামে শুক্রবার রাত থেকে শুরু হয় বাঘের আতঙ্ক।

স্থানীয় বাসিন্দাদের দাবি, “গ্রামের বাইরে তাদের বাড়ি। তারা বাড়িতে বসে থাকা কালীন হঠাৎ দেখতে পায় সামনে দিয়ে কিছু একটা পেরিয়ে যাচ্ছে। রাতের অন্ধকারে ভালোভাবে বোঝা না গেলেও টর্চ জ্বালাতেই ভালোভাবে বুঝতে পারে এটা একটি বাঘ।”

তারপর তারা লাঠি নিয়ে ও চিৎকার বাড়ি থেকে বের হয়। তাদের চিৎকার শুনে অন্যান্য গ্রামবাসীরা ছুটে আসে, তখন দেখে একটি বেড়া লাফ দিয়ে পুকুরের জলে পরে যায় ওই বাঘটি। পরে বনদপ্তরকে খবর দেওয়া হলে সেখান এসে উপস্থিত হন বিট অফিসার ও বনদপ্তরের কর্মীরা।

কিন্তু রাতের অন্ধকারে যে প্রাণীটিকে দেখা গিয়েছিল, সেটি কি আদৌ বাঘ! সে বিষয়ে বনদপ্তরের কর্মীরা জানান, “পুরো এলাকা তল্লাশি চালিয়েও আমরা বাঘের মত কিছু দেখতে পাইনি। এটা বাঘ নয়, অন্য কোন জন্তু হতে পারে। পুরো এলাকা ঘুরে কোথাও বাঘের পায়ের ছাপ বা অন্য কোন প্রমাণও মেলেনি। আর তাছাড়া এই এলাকায় বাঘের অস্তিত্ব পাওয়ার মত কোনো কারণ থাকতে পারে না।”