নিজস্ব প্রতিবেদন : বাংলাদেশের ভারত সফরের দ্বিতীয় টেস্ট শুরু হয়েছে কানপুরে। দ্বিতীয় টেস্টে ভারত টসে জিতে বাংলাদেশকে ব্যাটিং করতে পাঠালে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে প্রথম দিনে তিন উইকেটের বিনিময়ে ১০৭ রান তোলে বাংলাদেশ। বৃষ্টির কারণে দ্বিতীয় দিনের খেলায় একটিও বল গড়ায় নি। ভারত বাংলাদেশের দ্বিতীয় টেস্টে বৃষ্টি বিঘ্নিত ম্যাচ যতটা না চর্চায়, তার থেকে বেশি চর্চায় বাংলাদেশের সমর্থক টাইগার রবি (Tiger Robi)।
ভারত বাংলাদেশের দ্বিতীয় টেস্টে বাংলাদেশের সমর্থক টাইগার রবির এইভাবে চর্চায় আসার মূলে তারই অভিযোগ। কেননা দ্বিতীয় টেস্ট শুরু হওয়ার পর প্রথম দিন তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তারপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার কারণ হিসাবে তার অভিযোগ ছিল, ভারতীয় সমর্থকরা নাকি তাকে মারধর করেছেন এবং সেই কারণেই তিনি অসুস্থ হয়ে পড়েন।
কিন্তু টাইগার রবি হয়তো বুঝতে পারেন নি এমন ভুলভাল অভিযোগ সিসিটিভি ক্যামেরা ফাঁস করে দিতে পারে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ সামনে আসার পর ফাঁস হয়, পুরোটাই নাটক করেছেন টাইগার রবি। এসব তো না হয় হলো, কিন্তু এবার এর থেকেও বড় সন্দেহ জন্মাচ্ছে টাইগার রবির উপর। কারণ সন্দেহ, সংক্রামক রোগ নিয়ে ভারতে খেলা দেখতে এসেছেন টাইগার রবি।
বর্তমানে ভারতে আসার জন্য টুরিস্ট ভিসা বন্ধ রেখেছে বাংলাদেশ। ভিসা বলতে এখন কেবলমাত্র চালু রয়েছে জার্নালিস্ট ভিসা, মেডিকেল ভিসা এবং খেলোয়াড়দের জন্য আলাদা করে ভিসা। এক্ষেত্রে টাইগার রবির বিভিন্ন দেশে খেলা দেখতে যাওয়া এবং দলকে সমর্থন করার ক্ষেত্রে খরচ যোগায় কিছু স্পন্সর। বাংলাদেশ ক্রিকেট বোর্ড টাইগার রবির কোন খরচ যেমন বহন করে না, ঠিক সেই রকমই আবার তার ভিসা দেয়নি বলেও জানিয়েছে। তাহলে টাইগার রবি ভারতে কোন ভিসায় এসেছেন?
ওয়াকিবহাল মহল দাবি করছেন, টাইগার রবি নাকি মেডিকেল ভিসা নিয়ে ভারতে এসেছেন। সন্দেহ করা হচ্ছে তার সংক্রামক রোগ টিবি আছে। আর এই ভাবেই তিনি প্রথমে চেন্নাই এবং পরে কানপুরে খেলা দেখার জন্য পৌঁছে গিয়েছেন। শুধু তাই নয়, এর পাশাপাশি তার পোশাকে রয়েছে একটি নির্দিষ্ট ব্রান্ডের নাম, যেটিও অনুমোদনযোগ্য নয়। এমন পরিস্থিতিতে তাকে ভারত থেকে বাংলাদেশে পাঠানোর জন্য দিল্লি নিয়ে যাওয়া হয়েছে। তাকে ভারতে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা হতে পারে বলেও জানা যাচ্ছে।
Footage of Tiger Robi
First set down ,next fall by himself.
টাইগার রবির ফুটেজ ,প্রথমে নিজে থেকে বসে পরেন,তারপর পরে যান। pic.twitter.com/M4yMR85Fbk— Dip (@Dip582843346793) September 28, 2024
টাইগার রবি ভারতীয় সমর্থকদের বিরুদ্ধে তাকে মারধরের অভিযোগ আনলেও যে সিসিটিভি ফুটেজ সামনে এসেছে সেই সিসিটিভি ফুটেজ দেখলেই স্পষ্ট হয়ে যাবে তা একেবারেই ঠিক নয়। কেননা সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, ভালোই ভালোই হেঁটে আসতে আসতে আচমকা পেটে হাত দিয়ে বসে পড়েন রবি। আর এরপরেই শুরু হয় তার নাটক বাজি।