তথ্য চুরি করছে TikTok, হাতেনাতে ধরা পড়ার ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদন : দীর্ঘদিন ধরেই TikTok ব্যান করার জন্য জোরালো কণ্ঠস্বর উঠছে। অনেক মানুষই টিকটককে আনইন্সটল করে দিয়েছেন ইতিমধ্যে।পূর্ব লাদাখের গাল‌ওয়ান উপত্যকায় ভারত-চিন সীমান্তে সংঘাতের পর তো চায়না জিনিস বয়কটের দাবি আরও জোরালো হয়েছে। কিন্তু এত কিছুর পরও কিছু মানুষ আছেন যারা আজও TikTok ব্যবহার করছেন। এমনকি ব্যবহারকারীদের সুরক্ষা নিয়ে প্রশ্ন ওঠার পরেও তারা এই অ্যাপটি আনইনস্টল করেন নি। তাদের মনোভাব অনেকটা এমনই যা কিছুই হয়ে যাক না কেন তারা কোনো অবস্থাতেই টিকটক আনইন্সটল করবে না। আর আপনিও যদি এরকম TikTok প্রেমী হয়ে থাকেন তাহলে জন্য এই মুহুর্তে সবথেকে খারাপ খবর। সম্প্রতি টিকটকের বিরুদ্ধে একটি মারাত্মক অভিযোগ উঠেছে।

অভিযোগটি হল তথ্য চুরি করার। যদিও এই অভিযোগ নতুন নয়, এর আগেও একবার এই অভিযোগে অভিযুক্ত হয়েছিল টিকটক। তখন সংস্থার তরফ থেকে বলা হয়েছিল পুরো বিষয়টাই অনিচ্ছাকৃতভাবে ঘটেছে। কিন্তু বারবার কি অনিচ্ছাকৃতভাবে ভুল হয়? তা নিয়েই প্রশ্ন তুলেছেন টিকটক ব্যবহারকারীদেরই একাংশ।

আর এই তথ্য চুরির ঘটনা সামনে এসেছে অ্যাপেল ফোন ব্যবহারকারীদের থেকে। জানা গিয়েছে IOS 14 প্লাটফর্মে অর্থাৎ অ্যাপেল ফোনের নতুন প্লাটফর্মে একটি নতুন ফিচার আনা হয়েছে, যে ফিচারটির মাধ্যমে জানা যায় কোনো অ্যাপ ব্যবহারকারীদের তথ্য নিয়ে কারচুপি করছে। আর এই ঘটনা সামনে আসার পর মনে করা হচ্ছে দীর্ঘদিন ধরে টিকটক বিশ্বজুড়ে লক্ষ লক্ষ ব্যবহারকারীদের তথ্যের উপর নজর রাখত। টিকটক ব্যবহারকারীদের কিবোর্ড অ্যাকসেস করে তাদের নোট পড়তো বলে মনে করা হচ্ছে।

আর এবারের এই ঘটনা সামনে আসার পর একজন ব্যবহারকারী নিজেই টুইট করে তথ্য চুরির বিষয়টি সকলের দৃষ্টিগোচর করেছেন। দৃষ্টিগোচর করার জন্য ওই ব্যবহারকারী একটি ভিডিও আপলোড করেছেন। যে ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে ওই ব্যবহারকারী যখন তার কিবোর্ডে কিছু লিখছেন তখন তা ব্যবহার হয়ে যাচ্ছে টিকটক অ্যাপে। আর অ্যাপেল অর্থাৎ আইফোনের নতুন এই ফিচার ব্যবহারকারীকে জানিয়ে দিচ্ছেন, ‘Tiktok pasted from another device’.

আর এই ঘটনার পরেও আবার টিকটক সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে তাদের অজান্তেই এমন ঘটনা ঘটেছে বলে। পাশাপাশি তারা জানিয়েছে অ্যাপের নতুন একটি ভার্সন দেওয়া হয়েছে যেটিতে এই সমস্যাগুলি আর হবে না।