নিজস্ব প্রতিবেদন : ভারত-চীন সীমান্তে সংঘাতের পর সোমবার ভারত সরকারের তরফ থেকে চীনকে মোক্ষম জবাব দিতে ডিজিটাল স্ট্রাইক করে ভারতে ৫৯টি জনপ্রিয় চিনা অ্যাপ ব্যান করে। এই ৫৯টি অ্যাপের মধ্যে রয়েছে জনপ্রিয়তার শিখরে উঠে থাকা TikTok, UC Browser, Cam Scanner, ShareIt, Xender ইত্যাদি। ভারত সরকার অ্যাপগুলিকে নিষিদ্ধ করে দেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তার দিক বিচার করে। এনিয়ে সোমবার রাতে কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রকের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়।
কেন্দ্র সরকারের তরফ থেকে যে বিজ্ঞপ্তি জারি করা হয় তাতে বলা হয়, তথ্যপ্রযুক্তি আইনের ৬৯-এ ধারায় ভারতে এই অ্যাপগুলির ব্যবহার নিষিদ্ধ করা হলো। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই সকল অ্যাপগুলি দেশের সার্বভৌমত্ব ও সুরক্ষার প্রশ্নকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছে। আর লাদাখ সীমান্তে গত ১৫ তারিখ রাতে ভারতীয় সেনারা শহীদ হওয়ার পর ভারত সরকারের এমন ডিজিটাল স্ট্রাইক অর্থাৎ চীনা অ্যাপ নিষিদ্ধ করার পদক্ষেপকে স্বাগত জানাচ্ছেন দেশের কোটি কোটি মানুষ।
চিনা অ্যাপ আনইন্সটল করা এবং চীনা পণ্য বর্জন করার ডাক মাস কয়েক আগে থেকেই দেশে তুমুল ঝড় তোলে। আর এই ঝড়কে আরও ত্বরান্বিত করেন লাদাখের গবেষক সোনম ওয়াংচুক এবং বলিউড তারকারা। আর এরপরে গালওয়ান উপত্যকায় ভারতীয় সেনাদের শহীদ হওয়ার ঘটনার পর চিনা পণ্য বয়কটের ডাক আরও দৃঢ় হয়। আর এরই মাঝে সোমবার রাতে ভারত সরকারের ৫৯টি চীনা অ্যাপ ব্যান করার সিদ্ধান্ত আলাদা তাৎপর্য এনে দিয়েছে।
তবে এই অ্যাপগুলি হঠাৎ করে ব্যান করার সিদ্ধান্ত নেওয়ার আগেই দীর্ঘদিন ধরে গোয়েন্দাদের র্যাডারে ঘুরছিল এই অ্যাপগুলি। যা নিয়ে আগেও সতর্ক করা হয়েছিল বেশ কতকবার। গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে এই সকল অ্যাপগুলি গ্রাহকদের অজান্তেই মোবাইল অথবা কম্পিউটার থেকে তথ্য চুরি করে নেয়। সেই তথ্য সরাসরি বিদেশি সার্ভারে পৌঁছে যায়। প্রযুক্তির ভাষায় যাকে বলা হয় ‘ডেটা মাইনিং’।
কিন্তু এখন প্রশ্ন হলো এই অ্যাপগুলি ভারতে বন্ধ হবে কিভাবে?
ভারতে এই অ্যাপগুলি বন্ধ করার বিষয়ে বেশ কতকগুলি পদক্ষেপ নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। যেমন প্রথম পদক্ষেপ হিসেবে সার্ভিস প্রোভাইডারদের কাছে নির্দেশ জারি হতে পারে। সে ক্ষেত্রে কোন গ্রাহক যখন এই সকল অ্যাপগুলিতে লগইন করতে যাবেন তখন তাদের সামনে একটি পপ-আপ ভেসে উঠতে পারে অ্যাপগুলি ভারত সরকার নিষিদ্ধ করেছে বলে। তবে এই ক্ষেত্রে যে সকল অ্যাপ ব্যবহারের জন্য ইন্টারনেট বাধ্যতামূলক সেসব ক্ষেত্রে প্রযোজ্য হবে।
দ্বিতীয়ত, ভারত সরকারের নির্দেশ পৌঁছে যাবে গুগল প্লে স্টোর এবং আইওএস অর্থাৎ অ্যাপেল স্টোরে। আর এই নির্দেশিকা পৌঁছালেই তারা ভারতের জন্য এই ৫৯টি অ্যাপ সরিয়ে দেবে। অর্থাৎ গুগল প্লে স্টোর এবং অ্যাপেল স্টোর থেকে ভারতীয়রা আর এই সকল অ্যাপ ইন্সটল করতে পারবেন না।
আর বলে রাখা ভাল গতকাল রাতের নির্দেশিকার পর ইতিমধ্যেই গুগল প্লে স্টোরে TikTok অ্যাপ ভারতীয়দের জন্য আর উপলব্ধ নেই। ধীরে ধীরে অন্যান্য ৫৮টি অ্যাপও ভারতীয়দের জন্য গুগল প্লে স্টোর এবং অ্যাপেল স্টোর থেকে সরিয়ে দেওয়া হবে বলে মনে করা হচ্ছে।