TikTok, UC Browser সহ ৫৯টি অ্যাপে নিষেধাজ্ঞা জারি করলো কেন্দ্র, রইলো তালিকা

Madhab Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : মাসকয়েক ধরেই ভারতে চিনা পন্য বর্জনের ডাক উঠছিল। ডাক দিয়েছিলেন লাদাখের বিখ্যাত গবেষক সোনম ওয়াংচুক। তার ডাকে সাড়া দিয়ে দেশের খ্যাতনামা সেলিব্রেটিরা চিনা পণ্য থেকে চিনা অ্যাপ বর্জনের পথে হাঁটছিলেন। আর এই সকল প্রথম সারির তারকাদের পাশাপাশি দেশের মানুষরাও চিনা পণ্য বর্জনের দিকে ঝুঁকছিলেন। আর এই চিনা পণ্য বর্জনের আহবানকে আরও ত্বরান্বিত করে গত ১৫ তারিখ রাতে লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত ও চীন সেনাদের সংঘাত। যে সংঘাতে শহীদ হতে হয় ভারতের ২০ জন সেনা জওয়ানকে। এরপর থেকেই কেন্দ্র সরকারের তরফ থেকে চিনা সংস্থাকে দেওয়া নানান প্রকল্পের বরাত বাতিল করা শুরু হয়। আর সোমবার TikTok, UC Browser সহ ৫৯টি অ্যাপে নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্র সরকার।

Advertisements

Advertisements

Advertisements

কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফ থেকে এই ৫৯ টি অ্যাপের ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা নিয়ে একটি নির্দেশিকা জারি করা হয়। কেন্দ্রের অভিযোগ, এই ৫৯ টি অ্যাপ ভারতের ব্যবহারকারীদের তথ্য চুরি করছে। এমনকি এই সকল অ্যাপগুলি সার্বভৌমত্ব, সৌভ্রাতৃত্বকেও চ্যালেঞ্জের মুখে ছুঁড়ে দিচ্ছে। ভারতীয় সাইবার সুরক্ষা ও সার্বভৌমত্ব নিশ্চিত করার লক্ষ্যে একটি পদক্ষেপটি গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়েছে। তবে যখন চীনের সাথে ভারতের এক উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে তখন কেন্দ্র সরকারের এমন সিদ্ধান্ত বড় পদক্ষেপ বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।

ব্লক হওয়া অ্যাপের তালিকা

 

১. TikTok২. Shareit
৩. Kwai৪. UC Browser
৫. Baidu map৬. Shein
৭. Clash of Kings৮. DU battery saver
৯. Helo১০. Likee
১১. YouCam makeup১২. Mi Community
১৩. CM Browers১৪. Virus Cleaner
১৫. APUS Browser১৬. ROMWE
১৭. Club Factory১৮. Newsdog
১৯. Beutry Plus২০. WeChat
২১. UC News২২. QQ Mail
২৩. Weibo২৪. Xender
২৫. QQ Music২৬. QQ Newsfeed
২৭. Bigo Live২৮. SelfieCity
২৯. Mail Master৩০. Parallel Space
৩১. Mi Video Call — Xiaomi৩২. WeSync
৩৩. ES File Explorer৩৪. Viva Video — QU Video Inc
৩৫. Meitu৩৬. Vigo Video
৩৭. New Video Status৩৮. DU Recorder
৩৯. Vault- Hide৪০. Cache Cleaner DU App studio
৪১. DU Cleaner৪২. DU Browser
৪৩. Hago Play With New Friends৪৪. Cam Scanner
৪৫. Clean Master – Cheetah Mobile৪৬. Wonder Camera
৪৭. Photo Wonder৪৮. QQ Player
৪৯. We Meet৫০. Sweet Selfie
৫১. Baidu Translate৫২. Vmate
৫৩. QQ International৫৪. QQ Security Center
৫৫. QQ Launcher৫৬. U Video
৫৭. V fly Status Video৫৮. Mobile Legends
৫৯. DU Privacy 

 

Tiktok যে তথ্য চুরি করছে তা হাতেনাতে ধরে ফেলেন এক অ্যাপেল ফোন ব্যবহারকারী। তারপর তিনি সেই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রমাণ সহ একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন। যার পর থেকেই এই অ্যাপ নিয়ে তোলপাড় শুরু হয়। আর নিষিদ্ধকরণের বিষয়ে এই টিকটক অ্যাপের পাশাপাশি যুক্ত হয় আরও ৫৮ টি জনপ্রিয় চায়না অ্যাপ।

Advertisements