নিজস্ব প্রতিবেদন : দিন কয়েক আগেই বাংলার বুকে দ্বিতীয় বন্দে ভারত (Vande Bharat Express) যাতায়াত শুরু করেছে। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি প্রথম বন্দে ভারতের পর বাংলার দ্বিতীয় বন্দে ভারত ছুটছে হাওড়া থেকে পুরী। এরই মধ্যে বাংলার তৃতীয় বন্দে ভারত খুব তাড়াতাড়ি রওনা দেবে। ইতিমধ্যেই এই ট্রেনটি চালু করার জন্য চরম তৎপরতা শুরু করেছে ভারতীয় রেল (Indian Railways)।
বাংলার তৃতীয় বন্দে ভারত চলবে নিউ জলপাইগুড়ি থেকে অসমের গুয়াহাটি পর্যন্ত। এই ট্রেনটি বাংলার তৃতীয় বন্দে ভারত হলেও অসমের প্রথম বন্দে ভারত হতে চলেছে এটি। এবার সামনে এলো এই ট্রেনটির সূচনার দিন এবং কোথায় কোথায় দাঁড়াবে, কখন ছাড়বে ইত্যাদি সব তথ্য। রেলের তরফ থেকেই এই সকল সমস্ত তথ্য জানানো হয়েছে।
এমনিতে নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটি যাওয়ার ক্ষেত্রে অনেক সময় লাগলেও বন্দে ভারত এক্সপ্রেস ৪১১ কিলোমিটার রাস্তা পাড়ি দিতে সময় নেবে মাত্র ৫ ঘন্টা ৫০ মিনিট অথবা ৬ ঘন্টা। এখনো পর্যন্ত যা জানা গিয়েছে তাতে ২২২২৭ নিউ জলপাইগুড়ি গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেস সকাল ৬:১০ মিনিটে নিউ জলপাইগুড়ি থেকে ছাড়বে এবং দুপুর ১২ টার সময় পৌঁছাবে গুয়াহাটি। অন্যদিকে ২২২২৮ গুয়াহাটি নিউ জলপাইগুড়ি বন্দে ভারত বিকাল ৪:৩০ মিনিটে গুয়াহাটি থেকে ছাড়বে এবং নিউ জলপাইগুড়ি এসে পৌঁছাবে রাত ১০:২০ মিনিটে।
আরও পড়ুন : লোকাল ট্রেনের জায়গায় আসছে বন্দে ভারত, কি কি থাকবে জানালো রেল
নিউ জলপাইগুড়ি গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি যাতায়াতের ক্ষেত্রে মোট ছয়টি স্টেশনে স্টপেজ দেবে। সেই ছয়টি স্টেশন হলো নিউ জলপাইগুড়ি, নিউ আলিপুরদুয়ার, কোকরাঝাড়, নিউ বোঙ্গাইগাঁও, কামাখ্যা এবং গুয়াহাটি। যাতায়াতের ক্ষেত্রে এই ট্রেনটি সর্বোচ্চ ১১০ কিলোমিটার গতিবেগে দৌঁড়াবে এমনটাই জানা যাচ্ছে রেল সূত্রে। তবে কবে এই ট্রেনটি চালু হবে এখনো পর্যন্ত রেলের তরফ থেকে সঠিক দিন জানানো হয়নি।
যাওয়ার পথে নিউ জলপাইগুড়ি থেকে সকাল ৬:১০ মিনিটে ট্রেনটি রওনা দেওয়ার পর নিউ আলিপুরদুয়ার স্টেশন পৌছাবে ৭:৫৬ মিনিটে। কোকরাঝাড় পৌঁছাবে সকাল ৮:৫০ মিনিটে। নিউ বোঙ্গাইগাঁও পৌঁছাবে সকাল ৯:৩৬ মিনিটে। কামাখ্যা পৌঁছাবে সকাল ১১:৩৫ মিনিটে। ১২ টায় পৌঁছাবে গুয়াহাটি।
ফেরার পথে গুয়াহাটি থেকে বিকেল ৪:৩০ মিনিটে ট্রেনটি ছাড়ার পর কামাক্ষা এসে পৌঁছাবে ৪:৪২ মিনিটে। নিউ বোঙ্গাইগাঁও পৌঁছাবে বিকাল ৬:৪৮ মিনিটে। কোকরাঝাড় পৌঁছাবে রাত ৭:১১ মিনিটে। নিউ আলিপুরদুয়ার এসে পৌছাবে রাত ৮:০৬ মিনিটে। নিউ জলপাইগুড়ি এসে পৌছাবে রাত ১০:২০ মিনিটে।