ট্রেনের ভরসার দিন শেষ, আসানসোল থেকে শিলিগুড়ি চালু হল ভলভো বাস পরিষেবা

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : একটু সুযোগ পেলেই বাঙ্গালীদের বেরিয়ে পড়তে দেখা যায় কোথাও না কোথাও। ভ্রমণের নেশায় বাঙালিদের তাই ভ্রমণপিপাসু বলা হয়ে থাকে। ভ্রমণের ক্ষেত্রে অধিকাংশ দেশের মানুষ ট্রেনের উপর নির্ভর করেই যাতায়াত করেন। তবে সবসময় টিকিট উপলব্ধ না থাকার কারণে সমস্যায় পড়তে হয়।

এমনিতে এখন বিভিন্ন রুটে ট্রেনের ভরসা ছেড়ে লাক্সারি ভলভো বাস পরিষেবা শুরু হয়েছে। সেই রকমই আসানসোল থেকেও বেশ কিছু রুটে বাস পরিষেবা চালু করার পর তা জনপ্রিয়তা লাভ করেছে। আসানসোল থেকে পুরী বাস পরিষেবা ব্যাপক জনপ্রিয়তা লাভ করার পর এবার আসানসোল থেকে শিলিগুড়ি ওই সংস্থা নতুন বাস পরিষেবা চালু করল।

দার্জিলিং, সিকিম, মিরিক সহ পাহাড়ি বিভিন্ন এলাকা ঘুরতে যাওয়ার ক্ষেত্রে শিলিগুড়িকে উত্তরবঙ্গের গেটে বলা হয়। এই রুটের ব্যাপক চাহিদার কথা মাথায় রেখে আসানসোল থেকে শিলিগুড়ি বাস পরিষেবা চালু করা হয়েছে। এই বাস পরিষেবার মাধ্যমে খুব সহজেই এবার ট্রেনের ভরসা ছাড়াও পৌঁছে যাওয়া যাবে উত্তরবঙ্গ।

আসানসোল থেকে প্রতিদিন সন্ধ্যা ৬টা ১০ মিনিটে বাসটি শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেবে। রানীগঞ্জ এবং দুর্গাপুরেও স্টপেজ রয়েছে বাসের। এরপর সিউড়ি বাইপাস হয়ে বাসটি পৌঁছে যাবে মালদা এবং সারারাত জার্নি করার পর সকালবেলায় পৌঁছে যাবে শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে আসানসোলের উদ্দেশ্যে বাসটি সকাল ৬টা ১০ মিনিটে রওনা দেবে।

এই বাস যাত্রা সম্পূর্ণভাবে এসি ভলভো বাস যাত্রা। যাত্রার জন্য যাত্রী পিছু খরচ করতে হবে জিএসটি সহ ১১০০ টাকা। বাসটি আসানসোল থেকে রওনা দেওয়ার পর দুর্গাপুর সিটি সেন্টার, পানাগড়, সিউড়ি, রামপুরহাট, মোড়গ্রাম, ফারাক্কা, মালদা, রায়গঞ্জ, ডালখোলা, কিষাণগঞ্জ, ইসলামপুর, বাগডোগরা হয়ে শিলিগুড়ি পৌঁছবে।