Tina Munim: টাকার লোভ! সঞ্জয় দত্তকে ছেড়ে আম্বানি পরিবারের বৌমা হন এই নায়িকা, তারপর..

Prosun Kanti Das

Published on:

The actress left Sanjay Dutt and became Anil Ambani’s housemate: বলিউড ইন্ডাস্ট্রির ৯০ এর দশকের অভিনেত্রীরা খ্যাতির শিরোনামে পৌঁছানোর পরও বিয়ে করে সংসার জীবনকে বেছে নিয়েছিলেন। বলিউডের বহু সুন্দরী অভিনেত্রী বিয়ের পরে নিজের সুন্দর সাজানো সিনেমার ক্যারিয়ারকে বিসর্জন দিয়ে সংসারে মনোনিবেশ করেছেন। এমনই এক লাস্যময়ী অভিনেত্রী টিনা মুনিম (Tina Munim) ধনী ব্যবসায়ী অনিল আম্বানিকে বিয়ে করে আজ আম্বানি পরিবারের বৌমা। তিনি ছিলেন বলিউডের আশির দশকের একজন বিখ্যাত অভিনেত্রী, তিনি বহু সিনেমা করেছেন দেব আনন্দ থেকে শুরু করে ঋষি কাপুর, রাজেশ খান্নাদের মত তাবড় তাবড় অভিনেতাদের সঙ্গে। সেই সময় বলিউড ইন্ডাস্ট্রিতে গুঞ্জন শোনা গেছিল যে রাজেশ খান্না, সঞ্জয় দত্তের সাথে টিনা মুনিম এর সম্পর্ক ছিল। বিশেষ করে সঞ্জয় দত্তের সাথে তার সম্পর্ক বেশ চর্চায় এসেছিল।

গুজব রটেছিল যে, টিনা মুনিমের (Tina Munim) সঙ্গে নাকি সঞ্জয় দত্ত এর বিয়েও ঠিক হয়ে গিয়েছিল। যখন সঞ্জয়ের মা নার্গিস ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান তখন অভিনেতার জীবন ডুবে যায় গভীর অন্ধকারে। মায়ের অনুপস্থিতিতে সঞ্জয় দত্ত নিজেকে ডুবিয়ে নেন ড্রাগের নেশায়। শোনা যায় টিনা মুনিম আপ্রাণ চেষ্টা করেছিলেন অভিনেতাকে এই ড্রাগের নেশা থেকে বের করে আনার। কিন্তু শত চেষ্টা করেও তিনি সফল হতে পারেননি।

নিজেদের এই সম্পর্কের ভবিষ্যত ভালো হবে না জেনেই টিনা মুনিম (Tina Munim) সিদ্ধান্ত নেন এই সম্পর্ক থেকে বেরিয়ে আসবেন। সেই সময় তার জীবনে প্রবেশ করেন মুকেশ আম্বানির ছোট ভাই অনিল আম্বানি। অনিল আম্বানি ছিলেন তখন ভারত তথা বিশ্বসেরা ধনী ব্যক্তিদের তালিকায় অন্যতম। দুজনের প্রেমের সম্পর্ক পরিণতি পায় বিয়ের মাধ্যমে।

নিজের সিনেমার ক্যারিয়ারকে বিসর্জন দিয়ে টিনা মুনিম (Tina Munim) অনিল আম্বানির দেওয়া বিয়ের প্রস্তাবে রাজি হয়ে যান। বলিউড ইন্ডাস্ট্রিতে এই বিখ্যাত অভিনেত্রী ১৯৯১ সালে অনিল কাপুরের সঙ্গে শেষবার ‘জিগারওয়ালা’ ছবিতে অভিনয় করেছিলেন। শোনা গেছিল যে, বিয়ের পর বাড়ির বউ অভিনয় জগতের সাথে যুক্ত থাকবে এই ব্যাপারে আম্বানিদের আপত্তি ছিল।

তাদের দুই সন্তানের নাম হলো জয় আনমোল এবং জয় অংশুল। স্বামী এবং সন্তানদের নিয়ে ভরা সংসার তার। দুই সন্তানকে নিয়ে বেশ ভালই দিন কাটাচ্ছিলেন তারা। কিন্তু ব্যবসায় আচমকাই লোকসান হয়েছিল অনিল আম্বানির। এমনকি অনিল আম্বানিকে দেউলিয়া হতে হয়। তবে এই দুঃসময়ও স্বামীর পাশে থেকেছেন এই অভিনেত্রী। সুখ এবং দুঃখ দুটোই ভাগ করে নিয়েছেন পরিবারের সাথে। কিন্তু এই জনপ্রিয় অভিনেত্রী আজও বিয়ের পর নিজের ক্যারিয়ারকে বিসর্জন দেওয়ার সিদ্ধান্ততে আফসোস করেন।