চাকরি নিয়ে জালিয়াতি কিংবা টাকার টোপ দিয়ে চাকরি আমরা হামেশাই দেখি। এমন অনেকে আছেন যারা সেই টোপে পা দিয়ে সব হারিয়েছেন, কেউ আবার সবকিছু এড়িয়ে চলেন। আসল কথা হলো টাকা দিয়ে চাকরি হয়না আবার জ্ঞান ও প্রতিভার কোনও মূল্য হয় না। তবে যদি আপনার সামনে থাকে লোভনীয় অফার তাহলে কি করবেন? মহারাষ্ট্রের এক ব্যক্তি তার অ্যাপের (Tingtong Online) মাধ্যমে এনেছেন এক দুর্দান্ত অফার। আর তাতে আপনি সাড়া না দিয়ে পারবেন না।
ওই ব্যক্তি এশিয়ার বৃহত্তম ধারাভি বস্তির শিক্ষিত ও বেকার লোকজনদের নিয়ে একটি অ্যাপ (Tingtong Online) তৈরি করেছেন। দক্ষ ব্যক্তিরা সেখান থেকেই তাদের যোগ্য কাজ পাবেন। বস্তির অবহেলিত শিশুরা, যারা সর্বদাই বঞ্চিত। ওখানকার মানুষজন বেকারত্বের শিকার হয়ে নানারকম আসক্তির জালে জড়িয়ে পড়ে। এমন অনেক শিশুই আছে, যাদের মধ্যে রয়েছে আলাদা রকম শিল্পসত্ত্বা। যারা শিক্ষার আলো থেকে বহু দূরে, তাদের জন্যই এগিয়ে এসেছেন মুম্বইয়ের জিজামাতা নগরের বস্তিতে বসবাসকারী উদয় পাওয়ার নামের এক তরুণ উদ্যোগপতি। তিনি বানিয়ে ফেলেছেন একটি অ্যাপ, যার নাম Tingtong Online।
উদয় নিজেই বড় হয়েছেন ওই বস্তিতে। বস্তিতে বসবাসকারী লোকেদের প্রতি দৃষ্টিভঙ্গি সবারই থাকে অন্যরকম। অনেকেই মনে করেন যে, এখানে থাকলে জীবন নষ্ট হয়ে যাবে। কিন্তু যদি কেউ এখান থেকে বেরোতে পারে তাহলে তাদের জীবনটা একেবারে হবে অন্যরকম। উদয়ের কথা অনুসারে প্রত্যেক মানুষেরই নিজ নিজ গুণ নিয়ে জন্মগ্রহণ করে। যে যেখানেই জন্ম হোক না কেন শিল্পসত্তার উদ্ভাবন ঘটানোই উদয়ের মূল লক্ষ্য। ধারাভি বস্তির মানুষের বেকারত্ব ও প্রতিকূল জীবনযাত্রাকে মাথায় রেখে এই অ্যাপের সৃষ্টি করেছেন উদয় পাওয়ার। জানলে অবাক হবেন উদয়ের পড়াশোনার গণ্ডি একাদশ শ্রেণীতে গিয়ে থেমে গেছিল। একজন ইঞ্জিনিয়ার না হয়েও তৈরি করে ফেলেছেন মানুষের সুবিধার্থে একটি অ্যাপ (Tingtong Online)।
অ্যাপ তৈরি করলে সব কাজ শেষ হয়ে যায় না। এখন সব থেকে বড় প্রশ্ন হল এই অ্যাপ কাজ করবে কিভাবে? উদয় পাওয়ার বলেছেন, আপনার বাড়ির কাছাকাছি ক্লিনিক থেকে শুরু করে প্লাম্বার, ইলেকট্রিসিয়ান, আইনজীবী থেকে ডাক্তার, সিএ সবার সব তথ্য দেওয়া থাকবে এই অ্যাপে। যদি আপনার এলাকায় কোন ফুচকা বিক্রেতা পর্যন্ত থাকে সেই তথ্য আপনাকে জানিয়ে দিবে এই অ্যাপটি। উদয় আরও জানিয়েছেন যে, এই অ্যাপের মাধ্যমে বহুলোকের চাকরির বন্দোবস্ত করেছেন তিনি। তারা সবাই হলো এই ধারাভি বস্তির বাসিন্দা।
উদয় পাওয়ার বললেন যে, এই অ্যাপের মাধ্যমে তিনি যেভাবে চাকরি দেওয়ার বন্দোবস্ত করেছেন, এই একই রকম কাজ বহু বড় বড় জব কনসালটেন্সি কোম্পানি করে থাকে। বড় কোম্পানিগুলির ক্ষেত্রে অসুবিধা হলো, তারা টাকা কেটে নিয়ে আপনাকে অল্প পরিমাণ টাকা হাতে ধরিয়ে দেবে। এই অ্যাপের মাধ্যমে যারা চাকরি পাবেন তাদের এক পয়সাও কমিশন দিতে হবে না উদয়কে। যেটুকু তারা ইনকাম করবে পুরোটাই তাদের কাছে থাকবে। শুধুমাত্র রেজিস্ট্রেশনের ফি দিতে হবে এক টাকা।