Tips to save electricity: ইলেকট্রিক বিল দিতে দিতে গায়ের লোম উঠে যাচ্ছে! কমিয়ে ফেলুন এই ৭ উপায়ে

Prosun Kanti Das

Updated on:

Advertisements

Tips must be followed to save electric bill: গরমকালে অতিরিক্ত ইলেকট্রিক বিল প্রতি বছরের সমস্যা। এতে সাধারণ মানুষের চিন্তা অনেক গুন বেড়ে যায়। সম্প্রতি রাজ্যে গরম এতটাই বৃদ্ধি পেয়েছে যে এসি ও ফ্যানের ব্যাপক ব্যবহার বেড়ে গেছে অনেকটাই। তবে আর বেশি বিদ্যুৎ বিল নিয়ে ভাবতে হবেনা, আপনি চাইলে খুব সহজেই বিদ্যুতের বিল অর্ধেকেরও কম করতে পারেন (Tips to save electricity)। তাহলে কি গরমে এসি বা ফ্যানের আরাম ছাড়তে হবে? না একেবারেই না, শুধুমাত্র মানতে হবে কিছু সহজ টিপস। তাহলে চটজলদি দেখে নিন সেই টিপসগুলো। যা ব্যবহার করে আপনিও বিদ্যুতের বিল কমিয়ে অনেক টাকা বাঁচাতে পারবেন।

Advertisements

আজকাল সুর্যের আলো সম্পূর্ণ বিনামূল্যে পাওয়ার জন্য বেশিরভাগ মানুষ সোলার প্যানেল কেনেন। তাহলে আপনার আর বিদ্যুতের বিল সম্পর্কে চিন্তা করতে হবে না (Tips to save electricity)।। এটি আপনার জন্য ও পরিবেশের জন্য সবথেকে ভালো শক্তির বিকল্প। এছাড়া বহু মানুষ তাদের মোবাইল ফোন রাতে চার্জ দিতে পছন্দ করেন। ফলে আপনার ঘুম শেষ হয় এবং আপনার ফোন চার্জ হয় যায় সম্পূর্ণভাবে। আপনি সকালে উঠে সম্পূর্ণ চার্জ হওয়া একটি মোবাইল ফোন পান। অনেকেই হয়তো জানেন না কোটি বিদ্যুৎ এরফলে নষ্ট হয়। বিল কম আনতে দিনের বেলা চার্জ দেওয়া অভ্যাস করুন।

Advertisements

কখনোই দিনের সময় অযথা বৈদ্যুতিক আলো জ্বালিয়ে বিদ্যুত নষ্ট করার দরকার পড়েনা। এর পরিবর্তে জানলা খুলে সূর্যের আলোর ব্যবহার করুন। সূর্যের আলোর জন্য আপনাকে কোনো টাকা দিতে হয় না তাই আপনি খুব সহজে অনেক টাকা সাশ্রয় করতে পারবেন। পাশাপাশি আপনার কোনও ইলেকট্রনিক জিনিস পুরানো হলে তা ব্যবহার করবেন না। এতে আপনার অনেক বেশি টাকার বিদ্যুতের বিল আসে। নতুন ইলেকট্রনিক জিনিসে বিদ্যুত খরচ কম হয়। তাই সম্ভব হলে নতুন জিনিস ব্যবহার করুন তাতে বিদ্যুতের বিল কম আসবে (Tips to save electricity)।

Advertisements

বিদ্যুতের বিল সাশ্রয় করতে এই টিপস মেনে চলতে পারেন (Tips to save electricity)। অনেকেই হয়তো এই বিষয়টি জানেন না যে কোনও ইলেকট্রনিক জিনিস প্লাগ লাগিয়ে রাখলে তাতে বেশি টাকা খরচ হয়। কারণ এই ক্ষেত্রেও ওই জিনিসটি বিদ্যুত ব্যবহার করতে থাকে। যদি আপনি প্লাগের সুইচ বন্ধ রাখেন তাহলেও একই সমস্যা থেকে যায়। ফলে এই দিকে অবশ্যই লক্ষ্য রাখুন। এতে আপনার অনেক টাকা সঞ্চয় হতে পারে।

সবার বাড়িতেই আজকাল ফ্রিজ আছে তাই এটি ব্যবহার করার সময় উৎপাদকের কথা মতো তাপমাত্রা রাখুন। ফলে আপনার বিদ্যুৎ অপচয় অনেকটাই কম হবে। বিনা কারণে যদি আপনার ফ্রিজ বেশি ঠান্ডা হয় তাহলে বেশি বিদ্যুত খরচ হয়। যা খুব সহজেই আপনি বাঁচাতে পারেন। আরেকটি উপায় হলো বাজারে বর্তমানে বিভিন্ন ধরনের লাইট বাল্ব এসে গিয়েছে যা আপনার বিদ্যুতের খরচ কম করতে সাহায্য করে। ফলে আগেকর লাইট বাল্ব ব্যবহার করা বন্ধ করুন এবং নিজের বিদ্যুতের বিল সাশ্রয় করুন।

Advertisements