Titagarh Wagons: ভারতীয় রেল সরঞ্জাম তৈরির অন্যতম এক সংস্থা হল টিটাগড় রেল। যেখানে ইঞ্জিন, রোলিং স্টক, খনির সরঞ্জাম প্রভৃতি রেল সংক্রান্ত সরঞ্জাম প্রস্তুত করা হয়। মূলত রেল সরঞ্জাম তৈরির জন্যই বিখ্যাত এই টিটাগড় রেল কোম্পানি। তবে এবার রেলের পাশাপাশি আরো এক বিরাট শিল্প প্রকাশের ঘোষণা করলো টিটাগড়। যেখানে বিরাট বিনিয়োগের সম্ভাবনা কোম্পানির। আবার কোন শিল্পে প্রবেশ করতে চলেছে কোম্পানি?
প্রসঙ্গত, গত বছরে স্টক মার্কেটে টিটাগড় রেলের শেয়ার বেশ কিছুটা নিম্নমুখী হয়েছিল। তবে সেই জায়গা থেকে উর্ধ্বমুখী হতে এক নয়া শিল্পের ঘোষণা করলো টিটাগড় রেল সংস্থা। আশা রাখছে এই বড় ঘোষণার পরে স্টক মার্কেটে ঘুরে দাঁড়াতে পারে টিটাগড় রেল। কোন শিল্পের সাথে যুক্ত হতে চলেছে এই রেল নির্মাণ কোম্পানি?
সংস্থা সূত্রে খবর টিটাগড় ওয়াগনস (Titagarh Wagons) কোম্পানি এবার প্রবেশ করতে চলেছে এক নয়া শিল্পে। জাহাজ নির্মাণ শিল্প শুরু করতে চলেছে টিটাগড়। মূলত ব্যবসার প্রসার ঘটাতেই এই নয়া সিদ্ধান্ত টিটাগড় ওয়াগনস কোম্পানির। অর্থাৎ টিটাগর সংস্থা জানিয়েছে, তারা এবার রেল সরঞ্জাম নির্মাণের পাশাপাশি জাহাজের বিভিন্ন সরঞ্জাম নির্মাণ শুরু করবে। কবে থেকে শুরু হবে কাজ?
আরও পড়ুন: শহরে নতুনরূপে ফিরে আসছে হলুদ ট্যাক্সি, সাহায্যের হাত বাড়িয়েছে এক বেসরকারি সংস্থা
খবর রয়েছে টিটাগড় রেল সংস্থা ২০২৫ সাল থেকেই তাদের নতুন শিল্পের কাজ শুরু করছে। তবে শুধু নয়া শিল্প নয়, নয়া শিল্পের পাশাপাশি রেলের কাজেও নতুন ভাবে ঝাঁপিয়ে পড়তে চাইছে সংস্থা। রেল তরফে আরো বেশি বেশি কাজ নেওয়ার জন্য নিজেদের প্রস্তুত রাখছে টিটাগড় রেল কর্মীরা। তবে জাহাজ শিল্পে প্রবেশ করলে টিটাগর রেল সংস্থাকে বেশ কিছু জাহাজ কোম্পানির সাথে প্রতিদ্বন্দ্বিতায় নামতে হবে। কোন কোন কোম্পানির সাথে মোকাবিলা করতে হবে টিটাগড় সংস্থাকে?
রেল সরঞ্জাম নির্মাণে নাম করার মতো জাহাজ নির্মাণে নাম কামাতে হলে টিটাগড় রেল সংস্থাকে মোকাবিলা করতে হবে গার্ডেনরিচ, মাজাগন ডক, কোচিন শিপাইয়ার্ড প্রভৃতির মতো প্রতিষ্ঠানগুলির সাথে। তা না হলে নয়া শিল্পের প্রভাব বিস্তার করতে পারবে না টিটাগড় (Titagarh Wagons)। উল্লেখ্য বর্তমানে ১২ হাজার কোটি টাকা বাজার মূল্য রয়েছে টিটাগড় কোম্পানির। ফলেই ব্যবসা প্রসার করার পাশাপাশি কোম্পানির কর্মকর্তারা আশা রাখছে এই নয়া সিদ্ধান্ত ঘোষণার ফলে তাদের বাজার মূল্য উর্ধ্বমুখী হতে পারে।