পাইলটের হার্ট অ্যাটাক হতেই বিমান ওড়াল যাত্রী, সিরিয়ালের প্রোমোয় হাসির রোল নেটদুনিয়ায়

Sangita Chowdhury

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : সিরিয়ালে যে গল্পের গরু গাছে ওঠে একথা আমরা সকলেই জানি। কিন্তু টিআরপি বাড়ানোর জন্য স্টার জলসার অন্যতম সিরিয়াল তিতলিতে যা হলো তা দেখে চোখ কপালে উঠেছে দর্শকদের।

Advertisements

তিতলি সিরিয়ালের প্রধান চরিত্র তিতলি। এই মেয়েটি কানে শুনতে পান না। লিপরিডিং করে কথা বলে। ঠোঁট নাড়ানো দেখেই অন্যের কথা সে স্পষ্ট বুঝা যায়। তিতলির ছোট থেকে স্বপ্ন পাইলট হওয়ার। কিন্তু সে প্লেন চালানোর কিছুই বোঝেনা। এমনকি প্রশিক্ষণে তার প্রতিবন্ধকতা জেনে তাকে নেওয়া হবে কিনা তাও সে জানেনা, আর এর মধ্যেই প্রোমোতে চলে এল মহা সপ্তাহ। মহা সপ্তাহ না বলে মহা গাঁজাখুরি সপ্তাহ বলাই ভালো।

Advertisements

প্রোমোতে যা দেখা যাচ্ছে তিতলি আর তার স্বামী প্লেনে উঠেছে যাত্রী হিসেবে। মনমরা তিতলিকে তার স্বামী উৎসাহ দিচ্ছে যে সে তার স্বপ্নপূরণ ঠিক করতে পারবে। আর তার মধ্যেই সুযোগ এসে উপস্থিত। হঠাৎ করে প্লেন টালমাটাল হয়ে পড়ল। প্লেনের ককপিট থেকে বুক চেপে ধরে বেরিয়ে এলেন পাইলট তার হার্ট অ্যাটাক হয়েছে। কো পাইলটও ভয় পাচ্ছেন। কে প্লেন চালাবে ভেবে সকলে আতঙ্কিত! কিন্তু কো পাইলট কেন এমন আতঙ্কিত সেটা বোঝা যাচ্ছে না, তিনি তো যথেষ্ট প্রশিক্ষণ নিয়েই সেখানে উঠেছেন। কিন্তু সিরিয়ালে প্রোমো দেখে মনে হচ্ছে কো পাইলট জীবনে প্রথমবার প্লেনে উঠলেন।

Advertisements

এরপরই শুরু হয়ে গেল সিরিয়ালের নতুন চমক। প্লেনের হাল ধরতে ককপিটে চলে গেলেন তিতলি আর তার স্বামী। অনভিজ্ঞ তিতলিকে ককপিটের পাইলটের আসনে বসতে দেখে কেউ কোনো প্রতিবাদ করল না। ককপিটে পাইলটের আসনে বসে তিতলি বিমান চালাতে শুরু করলো। আর তার স্বামীকে নির্দেশ দিল ট্রাফিক কন্ট্রোলের সাথে যোগাযোগ করার।

প্রোমো দেখে মনে হল তিতলির স্বামীও এই কাজে বেশ অভিজ্ঞ। তবে তারা দুজনেই অভিজ্ঞতা কোথা থেকে লাভ করেছেন তা জানা যায়নি।

হলিউডের সায়েন্স ফিকশনের একটি সিনেমায় দেখা গিয়েছিলো ভিডিও গেম খেলে অভ্যস্ত এক কিশোর সঠিকভাবে প্লেন ল্যান্ড করিয়েছিল। সেই গল্পের আনুষঙ্গিক চিত্রনাট্য ও ছিল বোধগম্য। কিন্তু তিতলিতে যে কীভাবে এই অবিশ্বাস্যকর ঘটনা সম্ভবপর হলো তা বোঝা যাচ্ছে না। তিতলি কোনদিনও ভিডিও গেম খেলেছে কিনা তাও জানা যায়নি এতদিন অবধি। প্লেনের কিছুই না বোঝা তিতলি কীভাবে প্লেনের ককপিটে পৌঁছে গেল, আর কীভাবে পাইলটের আসনে বসে সঠিকভাবে প্লেন চালালো সেটাই তুমূল রহস্য!

https://youtu.be/92YBgLlH4UQ

আর এই নিয়ে নেটিজেনরা হাসাহাসি শুরু করেছেন। তাদের বক্তব্য, গাঁজাখেয়ে এরকম গল্প লেখা সম্ভব। বাস্তবের সঙ্গে সিরিয়ালের মিল থাকেনা তা ঠিক তবে সিরিয়ালের টিআরপি বাড়ানোর জন্য এতোখানি অবিশ্বাস্য জিনিসপত্র দেখানোর ও কোনো মানে হয় না। প্রশিক্ষণ ছাড়াই তিতলির এই বিমান চালানো, স্টার জলসার অন্য একটি সিরিয়ালে প্রশিক্ষণ ছাড়াই জবার শাড়ি পড়ে আর সাধারণ কাঁচি নিয়ে বোম ডিফিউজ করার ঘটনাকে মনে করিয়ে দিচ্ছে। সত্যি মাঝে মধ্যে এমন কিছু কিছু গাঁজাখুরি প্লট টিআরপি বাড়ানোর উদ্দেশ্যে পরিচালক লেখেন যা দেখে না হেসে উপায় থাকে না। তিতলির সাম্প্রতিককালের প্রোমোটিও সেই তালিকায় নতুন সংযোজিত হলো।

Advertisements