Advertisements

TMC 21st July Food: ডিম ভাত অতীত! এবার ২১ জুলাইয়ে তৃণমূল কর্মীদের মুখে হাসি ফোটালো আরেকটি খাবার

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : বছরের পর বছর ধরে তৃণমূল কংগ্রেস ২১ জুলাই (TMC 21st July Food) পালন করে আসছে মহানগরের বুকে। প্রতিবছরই ২১ জুলাই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে কাতারে কাতারে তৃণমূল কর্মী সমর্থকদের ভিড় জমাতে দেখা যায় ধর্মতলায়। এবারও তার অন্যথা হয়নি, বরং এবার যেন আরো একটু উৎসাহ উদ্দীপনা ছিল লোকসভা নির্বাচনে ভালো ফলাফলের পর।

Advertisements

দূর দূরান্ত থেকে আসা কর্মী সমর্থকদের যাতে কোথাও কোনো রকম অসুবিধা না হয় তার জন্য প্রতিবছর তৃণমূল তাদের জন্য থাকা থেকে খাওয়া সমস্ত রকম ব্যবস্থা করে থাকে। অন্যান্য বছরের মতো এই বছরও নেতাজী ইন্ডোর স্টেডিয়াম থেকে শুরু করে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, উত্তীর্ণ, গীতাঞ্জলি স্টেডিয়াম, সল্টলেক স্টেডিয়াম, ইকোপার্ক, সেন্ট্রাল পার্ক সহ বিভিন্ন জায়গায় থাকার বন্দোবস্ত করেছিল।

Advertisements

কর্মীদের থাকার জন্য সুবন্দোবস্তের পাশাপাশি তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থাও করা হয়েছিল। ২১ জুলাইয়ের শহীদ স্মরণে আসা তৃণমূল কর্মী সমর্থকদের পেট ভরাতে প্রতিবছর দলের তরফ থেকে ডিম ভাত সহ অন্যান্য শাক সবজির আয়োজন করে থাকে। এই বছরও তার অন্যথা হয়নি। কর্মী সমর্থকদের জন্য আড়াই লক্ষের বেশি ডিমের আয়োজন করা হয়েছিল। সঙ্গে ছিল ভাত, ডাল, সবজি।

Advertisements

আরও পড়ুন ? TMC vs Rail: রেল মদতে দু’দিনে অভিযোগ ছাড়াল ৮০০! ২১ জুলাইকে ঘিরে টপে এই ৪ ট্রেন

২১ জুলাই তৃণমূল কর্মী সমর্থকদের জন্য প্রতিবছর যেভাবে দল ডিম ভাতের আয়োজন করে থাকে তাতে এই ডিম ভাত এখন শো স্টপার হয়ে দাঁড়িয়েছে। খাবারের সেই মেনুতে এই বছরও কোনো রকম পরিবর্তন আনা না হলেও কিন্তু এবার অন্য একটি খাবার রীতিমতো শো স্টপার হয়ে দাঁড়িয়েছিল। যে খাবারটিও এবার কিন্তু ডিম ভাত খেয়ে রীতিমতো পদে পদে পাল্লা দিয়েছে। কোন খাবার এবার ২১ জুলাই তৃণমূলের শহীদ স্মরণে ডিম ভাতকে পাল্লা দিল?

অনেকেই হয়তো ভাবতে পারেন ডিম ভাতের বদলে অন্য কোন নামিদামি খাবার শো স্টপার হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু তা নয়, যে খাবারটি শো স্টপার হয়ে দাঁড়িয়েছিল সেটি একেবারেই সাধারণ খাবার এবং সেটি আমরা বাড়িতেও হামেশাই খেয়ে থাকি। সেই খাবারটি অন্য কিছু নয়, খাবারটি হল ঘুগনি মুড়ি। এবার ঘুগনি মুড়ির চাহিদা ছিল চোখে পড়ার মতো।

Advertisements