নেই কোনো বাড়িঘর, রইলো তৃণমূল প্রার্থী অদিতি মুন্সির সম্পত্তির হিসাব

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : কীর্তন জগৎ থেকে সরাসরি রাজনীতির আঙ্গিনায় খ্যাতনামা কীর্তন শিল্পী অদিতি মুন্সি পা রাখেন মার্চ মাসের ৪ তারিখ। তৃণমূল কংগ্রেসের হাত ধরে সরাসরি রাজনীতির আঙিনায় পা রাখার পরেই তাকে প্রার্থী ঘোষণা করে দল। তিনি এবার বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্র থেকে। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছে বিজেপির শমীক ভট্টাচার্য এবং সংযুক্ত মোর্চার শুভজিৎ দাশগুপ্ত।

Advertisements

প্রার্থী মনোনীত হওয়ার পর অদিতি মুন্সি ইতিমধ্যেই জমা করেছেন তার মনোনয়নপত্র। মনোনয়নপত্র জমা করার সাথে সাথে নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনে জমা দিয়েছেন হলফনামা। যে হলফনামা থেকে জানা যাচ্ছে তার স্বল্প পরিমাণ ঋণ রয়েছে। পাশাপাশি তার সম্পত্তির পরিমাণ প্রায় কোটি টাকা জানা যাচ্ছে।

Advertisements

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় অদিতি মুন্সির হাতে ছিল দেড় লক্ষ টাকা, পাশাপাশি তারা স্বামীর হাতে ছিল ৪৫ হাজার টাকা। ব্যাঙ্ক, গাড়ি, গহনা ইত্যাদি মিলিয়ে তার মোট সঞ্চয়ের পরিমাণ ৭৫ লক্ষ ৯২ হাজার ২৬১.০৮ টাকা। একই খাতে তার স্বামীর সম্পত্তির পরিমাণ ২৩ লক্ষ ৩১ হাজার ৮৪৩.৭৪ টাকা। এরমধ্যে অদিতি মুন্সির রয়েছে ৩৫০ গ্রাম ওজনের সোনার গয়না, যার মূল্য ১৫ লক্ষ ৭৫ হাজার টাকা। দুটি গাড়ি রয়েছে, যার মূল্য যথাক্রমে ১৮ লক্ষ ৪৫ হাজার ৪৫৩ টাকা এবং ৩২ লক্ষ ৭৯ হাজার ২২২ টাকা। বাকি রয়েছে ব্যাঙ্ক এবং বিভিন্ন জীবন বীমা খাতে। অদিতি মুন্সির মাথায় লোন রয়েছে মাত্র ১২ লক্ষ ৪২ হাজার ২৮ টাকা।

Advertisements

অদিতি মুন্সি যে হলফনামা পেশ করেছেন তাতে তিনি জানিয়েছেন তাঁর এবং তাঁর স্বামীর নামে কোনরকম চাষযোগ্য বা অচাষযোগ্য জমিজমা নেই। এমনকি তাদের নামে কোন রকম বাড়িঘরও নেই। অর্থাৎ হলফনামায় কোনরকম স্থাবর সম্পত্তির উল্লেখ পাওয়া যায়নি তাদের দুজনের নামে।

[aaroporuntag]
হলফনামা থেকে অদিতি মুন্সির শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে যা জানা গিয়েছে তা হলো তিনি ২০১১ সালে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে কীর্তনে স্নাতকোত্তর করেন। অদিতি মুন্সি তার পেশা সম্পর্কে হলফনামায় উল্লেখ করেছেন নিজের প্রতিষ্ঠানের গান শেখানো এবং বিভিন্ন অনুষ্ঠানে শিল্পী হিসাবে গান গাওয়াকেই। অন্যদিকে তার স্বামীর পেশা হিসেবে উল্লেখ রয়েছে কাউন্সিলর এবং নির্মাণ সংস্থার মালিক।

Advertisements