কত টাকার মালিক তৃণমূল প্রার্থী জুন মালিয়া, প্রকাশ্যে এলো সম্পত্তির পরিমাণ

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : একুশের বিধানসভা নির্বাচনের আগে টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী জুন মালিয়া রাজ্যের শাসকদল তৃণমূলের হাত ধরেন। শাসকদলে নাম লেখানোর সাথে সাথেই তিনি এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পান। তৃণমূলের তরফ থেকে তাঁকে তারকা প্রার্থী হিসাবে টিকিট দেওয়া হয় এবং তিনি বর্তমানে তৃণমূলের অন্যতম তারকা প্রার্থী।

Advertisements

Advertisements

তিনি মেদিনীপুরে প্রার্থী হওয়ার সুযোগ পেয়েছেন এবং ইতিমধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন। মেদিনীপুর মহকুমা শাসকের দপ্তরের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় নির্বাচনী বিধি অনুসারে তাকে জমা দিতে হয়েছে হলফনামা। যে হলফনামা থেকে জানা যাচ্ছে তৃণমূল প্রার্থী টলিউড অভিনেত্রী জুন মালিয়ার মোট সম্পত্তির পরিমাণ।

Advertisements

জুন মালিয়া একজন জনপ্রিয় অভিনেত্রী হওয়ার পাশাপাশি তার স্বামী সৌরভ চট্টোপাধ্যায় একজন স্বনামধন্য ব্যবসায়ী হওয়াই স্বাভাবিকভাবেই তাদের সম্পত্তির পরিমাণে চমক থাকবেই। জুন মালিয়া নিজে মোট ১ কোটি ৬৪ লাখ ৫৪ হাজার ৩৯৯ টাকার সম্পত্তির মালিক এবং তার স্বামীর মোট সম্পত্তির পরিমাণ ১ কোটি ১৯ লাখ ৯৫ হাজার ২১০ টাকা।

ব্যক্তিগতভাবে জুন মালিয়ার রয়েছে দুটি আলাদা আলাদা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফিক্সড ডিপোজিট, টার্ম ডিপোজিট, সেভিংস অ্যাকাউন্ট ইত্যাদি রয়েছে। যার একটিতে রয়েছে ৬০ লাখ ৬৯ হাজার ১৬৪ টাকা এবং অন্যটিতে রয়েছে ৫৫ হাজার ৬২ টাকা। তবে তার হাতে মোট নগদের পরিমাণ মাত্র ২৫ হাজার টাকা।

অন্যদিকে তার স্বামী সৌরভ চট্টোপাধ্যায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা ফিক্সড ডিপোজিট, টার্ম ডিপোজিট, সেভিংস ইত্যাদি মিলিয়ে যা দাঁড়ায় তার পরিমাণ ২৬ লাখ ৫৬ হাজার ২১০ টাকা। তার হাতে নগদ অর্থের পরিমাণ ২০ হাজার।

এছাড়াও জুন মালিয়া মিউচুয়াল ফান্ড, শেয়ার, বিভিন্ন বন্ড ইত্যাদির ক্ষেত্রে যে বিনিয়োগ করেছেন তাতে তার পরিমাণ হল ৬ লাখ ২৫ হাজার ১৭৩ টাকা। এনএসএস ও বিভিন্ন ইন্স্যুরেন্সের ক্ষেত্রে বিনিয়োগের পরিমাণ ৮৬ লাখ ৫০ হাজার টাকা।

তার স্বামী সৌরভ বাবুর মিউচুয়াল ফান্ড, শেয়ার, বিভিন্ন বন্ডের ক্ষেত্রে বিনিয়োগের পরিমাণ ৩৫ লাখ ৪ হাজার টাকা। ডাকঘর, বিভিন্ন ইনস্যুরেন্স সংস্থা ইত্যাদি খাতে মোট বিনিয়োগের পরিমাণ ৫৮ লাখ ৩৫ হাজার টাকা।

[aaroporuntag]
অন্যদিকে জুন মালিয়ার রয়েছে একটি ৮ লক্ষ টাকার গাড়ি ও ২ লাখ ৩০ হাজার টাকার গয়না এবং অন্যান্য মূল্যবান রত্ন। ২০০৩ সালের তিনি বালিগঞ্জ এলাকায় একটি ১২ লাখ ৭০ হাজার টাকা দামের ফ্ল্যাট কিনেছিলেন। বর্তমানে যার বাজার মূল্য দাঁড়িয়েছে ৬০ লক্ষ টাকা। নির্বাচন কমিশনকে দেওয়া তথ্য থেকে জানা গিয়েছে জুন মালিয়া এবং তার স্বামী কোনরকম ব্যাঙ্ক অথবা কোনও সংস্থার কাছে ঋণগ্রস্ত নন।

Advertisements