করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারালেন তৃণমূলের এক প্রার্থী

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভোটের মরসুমে ফের এক প্রার্থীর মৃত্যু হল করোনায়। এবার প্রাণ হারালেন তৃণমূল প্রার্থী কাজল সিনহা। এই নিয়ে বাংলায় একুশের বিধানসভা নির্বাচন চলাকালীন তিন তিনজন প্রার্থী এবং একজন বিধায়কের প্রাণহানির ঘটনা ঘটলো। প্রথম করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছিলেন মুর্শিদাবাদের সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থী রেজাউল হক এবং ঠিক তার ২৪ ঘন্টার মধ্যেই করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছিলেন মুর্শিদাবাদের জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রের আরএসপি প্রার্থী প্রদীপ নন্দী।

Advertisements

সদ্য করোনা আক্রান্ত হয়ে মৃত তৃণমূল প্রার্থী কাজল সিনহা এবার খড়দহ বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। তিনি করোনা আক্রান্ত হওয়ার পর বেলেঘাটা আইডি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আর এই চিকিৎসা চলাকালীন রবিবার তিনি প্রয়াত হন। তবে এর আগেও তৃণমূলের আরও এক বিদায়ী বিধায়ক করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হন। তিনি মুরারই বিধানসভার বিধায়ক আব্দুর রহমন।

Advertisements

সদ্যপ্রয়াত তৃণমূল প্রার্থী কাজল সিনহা সম্পর্কে জানা যাচ্ছে, গত মঙ্গলবার তার শরীরে মৃদু উপসর্গ দেখা দিলে তিনি কোয়ারেন্টাইনে চলে যান। এরপর বুধবার করোনা পরীক্ষার রিপোর্টে জানা যায় তিনি পজিটিভ। তবে এই মৃদু উপসর্গের মধ্যেই কোনরকম ঝুঁকি না নিয়ে তাকে ভর্তি করা হয় বেলেঘাটা আইডিতে। কিন্তু তাতেও শেষ রক্ষা হলো না।

Advertisements

[aaroporuntag]
তৃণমূল প্রার্থীর এই ভাবে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক মহলে। কাজল সিনহার প্রয়াণে শোক প্রকাশ করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী।

Advertisements