‘ঘরে সবার মা বোন আছে, ভোটটা ভেবে দিবি’, ভিডিওর জবাব কৌশানির

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বাংলার ভোটের মরশুমে যেমন রাজ্যজুড়ে উত্তাপ বাড়ছে, ঠিক তেমনি একাধিক ভিডিও ভাইরাল হতে দেখা যাচ্ছে। ভাইরাল হওয়া সেই সকল ভিডিওতে কোথাও শাসকদলের প্রার্থীদের বিঁধছে বিজেপি, কোথাও আবার বিজেপিকে বিঁধছে তৃণমূল। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ভিডিও ভাইরাল হয় তৃণমূল প্রার্থী কৌশানির। আর সেই ভিডিও ভাইরাল হওয়ার পরেই তাঁকে মুখ খুলতে দেখা গেল।

Advertisements

টলি অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় এবার তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য কৃষ্ণনগর উত্তর থেকে প্রার্থী হয়েছেন। আর এই কেন্দ্রে তার কড়া প্রতিদ্বন্দ্বী রয়েছে বিজেপি নেতা মুকুল রায়। মূলত নবাগত তারকা রাজনীতিকের সাথে পোড়খাওয়া হেভিওয়েট রাজনীতিকের এই লড়াই ইতিমধ্যেই জমে উঠেছে সেয়ানে সেয়ানে।

Advertisements

সম্প্রতি বিজেপি প্রার্থী মুকুল রায় সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন। যেখানে দেখা যায় তার মূল প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী কৌশানী মুখোপাধ্যায় তার সামনে থাকা ভোটারদের বলছেন, ‘ঘরে সবার মা বোন আছে, ভোটটা ভেবে দিবি’। মাত্র ১২ সেকেন্ডের আপলোড হওয়া এই ভিডিওটি ঝড়ের গতিতে ভাইরাল হয়ে পড়ে। যা নিয়ে দু’পক্ষের মধ্যে শুরু হয় যুযুধান। বিজেপি শিবির এই ভিডিওকে হাতিয়ার করে শাসকদলকে আক্রমণ করে। আর এই ভিডিও নিয়ে কৌশানি মুখ খুলে জানান, ‘তার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে।’

Advertisements

[aaroporuntag]
তৃণমূল প্রার্থী কৌশানী মুখোপাধ্যায় এই ভিডিওর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে পাল্টা তার ফেসবুক থেকে একটি লাইভ ভিডিও করেছেন। যেখানে তিনি দাবি করেছেন, “আমার বিরোধীদলের আইটি সেল আমার বক্তব্যের সামান্য একটি অংশকে তুলে ধরে কুৎসা রটানোর চেষ্টা করছে। আর আমি যেটা বলেছি তার বাস্তবতা আছে। পশ্চিমবঙ্গের মহিলা অন্যান্য প্রতিটি রাজ্যের তুলনায় সুরক্ষিত। সেই তথ্য কেন্দ্র থেকে পাওয়া গেছে। সুতরাং এই প্রসঙ্গেই আমার করা মন্তব্যকে বিকৃত করেছে বিরোধী দলের আইটি সেল।”

Advertisements