নিজস্ব প্রতিবেদন : গত শুক্রবার তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর রাজ্যের বিভিন্ন প্রান্তে ক্ষোভ-বিক্ষোভের ছবি ধরা পড়েছে। কালীঘাটের তরফ থেকে প্রকাশ করা প্রার্থী তালিকায় ঠাঁই হয়নি কমকরে ২৮ জন বিধায়কের। আর এই ঘটনার পর অনেকেই সিদ্ধান্ত নিয়েছেন দল ছাড়ার এবং অন্য দলে যোগ দেওয়ার। তবে টিকিট পেয়েও দল ছাড়ার মতো সিদ্ধান্ত নজিরবিহীন। আর এই নজিরবিহীন সিদ্ধান্ত নিতে দেখা গেল তৃণমূলের সরলা মুর্মুকে।
শোনা যাচ্ছে মালদহের ওই তৃণমূল নেত্রী আজ অর্থাৎ সোমবারই বিজেপিতে যোগ দিতে পারেন। কিন্তু কেন এমন সিদ্ধান্ত? জানা যাচ্ছে এই সিদ্ধান্তের মূল কারণ হলো ওই তৃণমূল নেত্রীর পছন্দমত জায়গায় তিনি প্রার্থী হতে পারেননি। দলকে বারবার জানিয়েও কোন সাড়া না মেলায় দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং বিজেপিতে যোগ দেওয়ার পথে এগিয়ে চলেছেন।
মালদহের ওই তৃণমূল নেত্রী সরলা মুর্মু চেয়েছিলেন পুরাতন মালদহে প্রার্থী হতে। আর এই পুরাতন মালদহে প্রার্থী হওয়ার জন্য তিনি দলকে একাধিকবার জানিয়েছিলেন বলে তিনি দাবি করেছেন। কিন্তু ওই নেত্রীর দাবিতে কোন রকম সাড়া দেয়নি দল এবং প্রার্থী তালিকা যখন প্রকাশিত হয় তখন দেখা যায় তাকে হাবিবপুরে পাঠানো হয়েছে তৃণমূলের প্রার্থী হিসেবে। আর এই বিষয়টিকে তিনি মোটেই ভালোভাবে নেননি।
[aaroporuntag]
সূত্র মারফত জানা যাচ্ছে, ওই তৃণমূল নেত্রী সরলা মুর্মু রবিবার রাতেই ট্রেন ধরে কলকাতার দিকে রওনা দিয়েছেন। সব যদি ঠিকঠাক থাকে তাহলে হয়তো আজি তিনি গেরুয়া শিবিরে নাম লেখাবেন। অন্যদিকে মালদহের তৃণমূলের কো-অর্ডিনেটর অম্লান ভাদুরি গতকাল দল ছাড়ার ঘোষণা করেছেন। তিনি অভিযোগ করেছেন শুভেন্দু ঘনিষ্ট হওয়ায় তিনি এবার টিকিট পাননি।