কত টাকার মালিক তৃণমূলের তারকা প্রার্থী সোহম চক্রবর্তী

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ২০১৬ সালে বাঁকুড়ার বড়জোড়া বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করে হারের মুখ দেখতে হয়েছিল তৃণমূলের তারকা প্রার্থী সোহম চক্রবর্তীকে। যদিও তার ওপর ভরসা ছাড়েনি তৃণমূল। আর এই ভরসার উপর ভিত্তি করেই এবার তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন পূর্ব মেদিনীপুরের চন্ডিপুর বিধানসভা কেন্দ্র থেকে।

Advertisements

Advertisements

নির্বাচন কমিশনের নিয়ম অনুসারে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সোহম চক্রবর্তী তাঁর হলফনামা জমা করেছেন। আর সেই হলফনামা অনুসারে জানা গিয়েছে তিনি এবং তার স্ত্রী কত সম্পত্তির মালিক। চলুন দেখে নেওয়া যাক হলফনামা অনুসারে সোহম চক্রবর্তী এবং তার স্ত্রীর মোট সম্পত্তির পরিমাণ।

Advertisements

সোহম চক্রবর্তী ২০১৮-১৯ অর্থবর্ষে রোজগার করেছেন ৬৮ লক্ষ ৭ হাজার ৭০ টাকা এবং ২০১৯-২০ অর্থবর্ষে রোজগার করেছেন ৫২ লক্ষ ৬৭ হাজার ১৫০ টাকা। তার স্ত্রী তনয়া ২০১৮-১৯ অর্থবর্ষে রোজগার করেছেন ২ লক্ষ ৩৯ হাজার ১৫০ টাকা।

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সোহম চক্রবর্তীর হাতে নগদ ছিল দেড় লক্ষ টাকা এবং তার স্ত্রীর হাতে আছে ৫০ হাজার টাকা। একাধিক ব্যাঙ্কে জমা থাকা টাকার পরিমাণ যথাক্রমে ৩ লক্ষ ৬৯ হাজার ৩৫৮ টাকা, ২ লক্ষ ৪ হাজার ৭৫২ টাকা, ৪৫ লক্ষ ৪৮ হাজার টাকা, ১০ হাজার টাকা, ৫ লক্ষ ৯৪ হাজার ৪৯৫ টাকা, ২ লক্ষ ৬২ হাজার ২০২ টাকা। অন্যদিকে তার স্ত্রীর একাধিক ব্যাঙ্কে থাকা টাকার পরিমাণ ৯৯ হাজার ৯১৪ টাকা, ২ লক্ষ ৫৬ হাজার ১ টাকা।

সোহম চক্রবর্তীর পিপিএফ অ্যাকাউন্টে রয়েছে ১ লক্ষ ২৪ হাজার ৯১৪ টাকা। পাশাপাশি চারটি জীবনবীমা সঞ্চিত অর্থের পরিমাণ যথাক্রমে ১ লক্ষ ৩৮ হাজার ৪৯৬ টাকা, ৪ লক্ষ ৮৮ হাজার ২২৩ টাকা, ২ লক্ষ ৬৩ হাজার ৬৬৪ টাকা এবং ১ লক্ষ ৯২ হাজার ১৬০ টাকা। অন্যদিকে তার স্ত্রীর নামে দুটি জীবন বীমা রয়েছে। যেগুলিতে রয়েছে ২ লক্ষ ৪ হাজার ৮৩২ টাকা এবং ৫১ লক্ষ ৫৩৬ টাকা।

[aaroporuntag]
এছাড়াও সোহম চক্রবর্তীর নামে রয়েছে তিনটি গাড়ি যেগুলির মোট মূল্য কোটি টাকার উপর। ৫২ গ্রাম সোনা রয়েছে সোহম চক্রবর্তীর নামে। তার স্ত্রীর নামে রয়েছে ২৫৭ গ্রাম সোনা। সেগুলির বাজার মূল্য আনুমানিক যথাক্রমে ২ লক্ষ ৩৮ হাজার ৭৩২ টাকা এবং ১১ লক্ষ ৭৯ হাজার ৮৮৭ টাকা। এর পাশাপাশি সোহম চক্রবর্তীর নামে দুটি ফ্ল্যাট রয়েছে যার মূল্য প্রায় ২ কোটি ৬০ লক্ষ টাকা। তবে এর পাশাপাশি বড় রকমের ব্যাঙ্ক লোন রয়েছে সোহমের নামে।

Advertisements