অনুব্রতর হুঁশিয়ারির পরেই বিশ্বভারতীতে লাগলো তৃণমূলের পতাকা

Amarnath Dutta

Updated on:

Advertisements

অমরনাথ দত্ত : বীরভূম সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকাকালীন মঙ্গলবার সকাল থেকে দেখা গেল বিশ্বভারতী চত্বরে তৃণমূলের দলীয় পতাকা। বিশ্বভারতীতে পতাকা টাঙানোর বিষয়ে দিন কয়েক আগেই হুঁশিয়ারি দিতে দেখা গিয়েছিল বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে। আর তারই বাস্তবতা দেখা গেল এদিন। এনিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক। নিন্দার ঝড় বইছে আশ্রমিকদের মধ্যে।

Advertisements

বীরভূম সফর শেষ করে অমিত শাহ যাওয়ার পরেই বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল সাংবাদিক বৈঠক করে সরাসরি বিশ্বভারতীর উপাচার্যকে পাগল বলেছিলেন এবং হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, “বিশ্বভারতীর উপাচার্য যদি পাগলামি না ছাড়েন তাহলে বিশ্বভারতীর ভিতরে গিয়ে ফ্ল্যাগ লাগিয়ে দেবো। সরাসরি বিশ্বভারতীতে রাজনীতি করবো।” আর এর পরেই মঙ্গলবার বিশ্বভারতীর ঐতিহ্যবাহী তালধ্বজ, তিনপাহারের বেড়া জুড়ে দেখা গেল তৃণমূলের পতাকা। যার পরেই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সাথে রাজ্যের রাজনৈতিক দ্বন্দ ফের একবার প্রকাশ্যে।

Advertisements

Advertisements

ঘটনার পর নিন্দায় সরব হয়ে সুপ্রিয় ঠাকুর জানিয়েছেন, “কোন রাজনৈতিক দলের বিশ্বভারতীর মধ্যে প্রবেশ করার কথা নয়। কিন্তু এখন একে আটকাবে কে! হয় তৃণমূল না, হয় বিজেপি। এইতো সমানে দেখতে পাচ্ছি। এই ঘটনা একেবারেই হওয়া উচিত নয়। কিন্তু হচ্ছে। ভালো না লাগলেও একে আটকানোর আমাদের ক্ষমতা নেই।”

Advertisements