দিলীপ ঘোষকে পাতাখোর লোক বলে কটাক্ষ অনুব্রত মণ্ডলের

Madhab Das

Published on:

Advertisements

অমরনাথ দত্ত : বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে বারংবার বিভিন্ন ইস্যু নিয়ে বিরোধীদলের নেতাদের কটাক্ষ করতে দেখা যায়। বারংবার তার কটাক্ষের শিকার হয়েছেন রাজ্যের বিরোধী নেতা নেত্রীরা ছাড়াও কেন্দ্র সরকার। আর এদিন তিনি নতুন করে মাস্ক নিয়ে কটাক্ষ করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। পাশাপাশি কটাক্ষ করেন কেন্দ্র সরকারকেও।

Advertisements

Advertisements

করোনা আবহে স্বাস্থ্যবিধি মেনে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মাস্ক পরে রয়েছেন। তবে তার মাস্ক পরাকে নিয়ে কোনোরকম কটাক্ষ নয়, কটাক্ষ মাস্কে থাকা ছবি নিয়ে। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে যে মাস্ক পড়ে থাকতে দেখা যাচ্ছে সেই মাস্কে রয়েছে বিজেপির দলীয় প্রতীক পদ্ম ফুলের ছবি। আর তা নিয়েই কটাক্ষ বীরভূম জেলা তৃণমূল সভাপতির।

Advertisements

অনুব্রত মণ্ডল এদিন বলেন, “দিলীপ ঘোষ একটা পাতাখোর লোক। যারা পাতা খায় তারা ওই ধরনের কথা বলে। উনি যে বলেন আমরা হিন্দু, উনি যদি হিন্দু হন – পদ্মফুলটা আমাদের দুর্গা পুজোতে ১০৮ টা মায়ের চরণে লাগে। পদ্মফুলটা আমাদের লক্ষ্মীপুজোয় লাগে। পদ্মফুলে শিবের পুজো হয়। আর উনি মুখের থুতু লাগাচ্ছেন। কিরকম হিন্দু ওকে জিজ্ঞেস করুন। ওর হিন্দু বলে কোন পরিচয় নাই। আবার বলে হিন্দু। পদ্মফুলটা মুখে লেগে আছে। লজ্জা লাগা দরকার।”

পাশাপাশি কেন্দ্রের বিজেপি সরকারকে কটাক্ষ করে বলেন, “১৪ সালে একটা টোপনা দিলেন। কি বললেন। বললেন আমি ১৫ লক্ষ হাজার কোটি টাকা দিব। কাউকে খেতেও দেবনা, খাবোও না। তা মোদি বাবু নিজেই খেয়ে নিলেন। আবার নতুন করে ভারতবর্ষকে টোপনা দিয়ে ২৪ সালে আসতে চাইছে। এক মুঠো ভাত দিতে পারেন না, খেতে দিতে পারেন না, আবার মমতা ব্যানার্জির দোষ দিচ্ছেন।”

Advertisements