অমরনাথ দত্ত : ‘শুধু জেলা সভাপতি আমাদের হাত বেঁধে রেখেছেন, আর তা না হলে নানুরের কোন জায়গায় মাটিতে পা রাখার জায়গা দেব না ওদের।’ এই ভাবেই রবিবার বিজেপিকে হুঁশিয়ারি দিতে দেখা গেল নানুরের অন্যতম দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা কাজল শেখকে।
এদিন কাজল শেখের নেতৃত্বে নানুরের মোহনপুর এলাকায় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয় উত্তরপ্রদেশেরগণধর্ষণের ঘটনায়। আর সেই মিছিল শেষে তৃণমূল নেতা কাজল শেখ কেন্দ্র সরকার এবং বিজেপিকে আক্রমণ করার পাশাপাশি জানিয়ে দেন, “একুশের বিধানসভা নির্বাচনে বীরভূমের প্রতিটি আসন তৃণমূল পাবে।” এর পাশাপাশি তিনি এটাও জানান যে, “বীরভূমের প্রতিটি আসন পাওয়ার পাশাপাশি বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের দায়িত্বে অন্যান্য যেসকল বিধানসভাগুলি রয়েছে সেগুলিও তৃণমূল পাচ্ছে।”
আর বিজেপি প্রসঙ্গে তিনি জানান, “২০১১ সালে যেমন আমরা বামফ্রন্টের হার্মাদ বাহিনীকে হাটিয়েছি, ঠিক তেমনই এবার বিজেপিকে বাংলা নয়, গুজরাট নয়, ভারত ছাড়া করে ছাড়বো। দুদিন আগে দিলীপ ঘোষ নানুরে এসেছিলেন, যিনি ৮০ বছর বয়সেও সাবালক হননি, এখানে এসে একটা ঘরের মধ্যে কিছু লোককে টাকা দিয়ে গেছেন। আমরা খবরটা পেয়েছি। শুধু আমার জেলা সভাপতি আমাদের হাত বেঁধে রেখেছে, না হলে নানুরের মাটিতে কোন জায়গায় পা রাখার জায়গা দেব না ওদেরকে।”
এর পাশাপাশি তৃণমূলের এই নেতা এদিন দাবি করেন, ২০১১ সালের পর মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর আমাদের রাজ্যে এ রকম কোন ঘটনা ঘটে নাই। যে কারণে অন্য রাজ্য থেকে কেউ এসেছে আমাদের রাজ্যে টাকা ছড়াবে, আমাদের শাসন করবে এটা মানবো না। মুখ্যমন্ত্রী বলেছিলেন ‘বদলা নয়, বদল চাই’, আর সেই মতো আমরা এখানে শান্তিতে আছি।