‘ইলেকশনের আগেই না তৃণমূল দলটা উঠে যায়’, লকেট চট্টোপাধ্যায়

Amarnath Dutta

Updated on:

অমরনাথ দত্ত : ‘পরিষ্কার হয়ে গেছে বাংলা থেকে তৃণমূল দলটা আস্তে আস্তে উঠতে চলেছে। ২০২১ এর ইলেকশন হওয়ার আগেই না তৃণমূল দলটা উঠে যায়!’ তৃণমূলের বর্তমান হালহকিকত নিয়ে এই ভাবেই লাভপুরে এসে কটাক্ষ করলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়।

বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় বৃহস্পতিবার লাভপুরে আসেন সংখ্যালঘু মোর্চার সম্পাদিকা আজিজা খাতুনের বাড়ি। সেখানে তিনি আজিজা খাতুন এবং তার পরিবারের সদস্যদের পাশে থাকার আশ্বাস দেন সর্বতোভাবে। মূলত গতকাল রাতে এই বিজেপি কর্মীর বাড়িতেই বো’মাবাজির ঘটনা ঘটে। আর এই ঘটনায় বিজেপি নেতৃত্ব অভিযোগের আঙুল তুলে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে।

আর এখানে এসেই তৃণমূলকে আক্রমণ করে লকেট চট্টোপাধ্যায় বলেন, “এটা পরিস্কার হয়ে গেছে বাংলা থেকে তৃণমূল দলটা আস্তে আস্তে উঠতে চলেছে। ২০২১ এর ইলেকশন হওয়ার আগেই দলটা না উঠে যায়। পিসি ভাইপো ছাড়া আর কেউ থাকবে না। একের পর এক তৃণমূল নেতা নেত্রীরা, মন্ত্রীরা, বিধায়করা বিজেপিতে আসার জন্য প্রস্তুত হয়ে আছেন। আর যারা মানুষের জন্য কাজ করেন, ভালো কাজ করেন তাদের বিজেপিতে স্বাগত জানাই। তবে যারা দুষ্কৃতী, তাদের জন্য বিজেপির রাস্তা বন্ধ।”

প্রসঙ্গত, আজিজা খাতুনের রাজনৈতিক পরিচয় ছাড়াও তিনি একজন তীরন্দাজ। তিনি তীরন্দাজি প্রতিযোগিতায় বিভিন্ন জায়গায় বিভিন্ন পদক জিতেছেন বলে জানা গিয়েছে। এমনকি বেশ কয়েকটি স্বর্ণপদকও রয়েছে তার ঝুলিতে। পাশাপাশি এটাও জানা গিয়েছে যে মাত্র কয়েকটি নম্বরের জন্য তিনি অলিম্পিকে অংশগ্রহণ করতে পারেননি।