ফের ক্ষোভের মুখে শতাব্দী রায়, কেন কাজ হয়নি খোদ প্রশ্ন তুললেন সাংসদ

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : দিদির সুরক্ষা কবজ হোক অথবা অন্য কোন কারণে একাধিকবার এলাকায় ঘুরতে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয়েছে শতাব্দী রায়কে (Satabdi Roy)। সোমবার সেই ঘটনারই পুনরাবৃত্তি ঘটল মহম্মদ বাজারে। এদিন সাংসদ শতাব্দী রায় দিদির দূত হিসাবে মহম্মদ বাজারের নতুনগ্রাম গ্রাম পঞ্চায়েতের মকদম নগরে যান। সেখানে পৌঁছাতেই তাকে ঘিরে একের পর এক প্রশ্ন ছুঁড়ে দেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় বাসিন্দাদের তরফ থেকে অভিযোগ করা হয়, বারবার জানিয়েও তারা এখনো পর্যন্ত পানীয় জল পাননি। এর পাশাপাশি তারা শৌচাগার পাননি। এছাড়াও চাকরি সংক্রান্ত বিভিন্ন অভিযোগ রয়েছে এলাকার বাসিন্দাদের মধ্যে। এলাকার বাসিন্দাদের অভিযোগ এই সকল চাহিদা পূরণের জন্য বলতে গেলে তাদের বিভিন্ন সময় নানান ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।

এর পাশাপাশি স্থানীয় এক মহিলা মেরিনা বিবি অভিযোগ করেন, তার স্বামী নেই। বাড়ি ঘরও নেই। বিভিন্ন জায়গায় জানিয়েও কোন কাজ হয়নি। তাকে পরের ঘরে থাকতে হয়। তিনি আরও জানিয়েছেন, এইসব বিষয়ে বলতে গেলে আজ তার কথা কর্ণপাত করেননি শতাব্দী রায়।

তবে পানীয় জল শৌচাগার সংক্রান্ত যে সকল অভাব অভিযোগ উঠে আসে সেগুলি নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেই আশ্বাস দিয়েছেন বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী রায়। সংসদের আশ্বাসের পরেই স্থানীয় বাসিন্দারা শান্ত হন এবং শতাব্দী রায়কে নিজের কর্মসূচি সমাপ্ত করতে দেন।

অন্যদিকে কেন এই এলাকার বাসিন্দারা এই ধরনের সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন তা নিয়ে অসন্তোষ প্রকাশ করতে দেখা যায় সাংসদকে। এর পাশাপাশি তিনি দ্রুত সমস্যার সমাধানের জন্য কথা বলবেন বলেও জানিয়েছেন। শতাব্দী রায় জানান, “নির্মল মিশনে অনেক জায়গায় কাজ হয়েছে অথচ এই জায়গায় কেন হয়নি তা দেখতে হবে। হিসাব অনুযায়ী ৯৯% কাজ হয়ে গেলেও এই সকল জায়গা কিভাবে বাদ পড়ল তা দেখতে হবে।”