খয়রাশোলে নিজের বাড়িতে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার তৃণমূল পঞ্চায়েত সদস্য

লাল্টু : গত ২৪ শে আগস্ট দুপুর বেলায় হঠাৎ বীরভূমের খয়রাশোল ব্লকের অন্তর্গত বড়রা নামোপাড়া বিস্ফোরণে ভেঙে পড়ে এলাকার তৃণমূল পঞ্চায়েত সদস্য মহিবুল শেখের বাড়ি। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে উড়ে যায় বাড়ির ছাদ, ভেঙ্গে পড়ে দেওয়াল। ঘটনা পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

প্রশ্ন উঠেছিল, বিস্ফোরণ হলো কিভাবে? বাড়ির মধ্যেই কি মজুদ ছিল বোমা? নাকি ঘটনার পিছনে রয়েছে অন্য কিছু? তা নিয়ে তদন্ত শুরু করে বীরভূম পুলিশ। সেই ঘটনাকে শুরু হয় রাজনৈতিক চাপানউতোর বিজেপি এবং তৃণমূলের মধ্যে। বিস্ফোরণের ঘটনায় একে অপরকে দোষারোপ করতে ছাড়েনি কোনো রাজনৈতিক দলই।

সেই ঘটনায় আজ গোপন সূত্রে খবর পেয়ে কাঁকড়তলা থানার পুলিশ দুবরাজপুর পাহাড়ের শিব মন্দিরের নিকট থেকে অভিযুক্ত বড়রা পঞ্চায়েত সদস্য শেখ মহিবুল গ্রেপ্তার করে।

এই ঘটনায় সেখ মহিবুল প্রথমা স্ত্রী আফিয়া বিবি অল্পবিস্তর আহত হয়েছিলেন। গ্রেপ্তার হওয়া অভিযুক্ত ব্যক্তিকে আগামীকাল তাকে দুবরাজপুর আদালতে তোলা হবে।