নন্দীগ্রাম ভোটের আগে ‘বাঘিনী’ মমতা, নতুন কার্টুন ভিডিও সামনে আনলো তৃণমূল

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন নন্দীগ্রাম থেকে। নন্দীগ্রামে ভোটের আগের দিন কয়েক ধরেই তাকে লাগাতার প্রচার করতে দেখা যাচ্ছে। আর এই প্রচারের মাঝেই সোমবার তাকে গর্জে উঠতে দেখা গিয়েছিল, ‘আমি রয়্যাল বেঙ্গল টাইগার’ বলে। আর এই গর্জে ওঠার ঠিক একদিন পরেই তৃণমূল প্রকাশ করলো নতুন কার্টুন ভিডিও।

Advertisements

নতুন এই ভিডিওটি ‘ফাইটার দিদি’র তৃতীয় পর্বের ভিডিও। যে ভিডিওতে মমতাকে দেখা যাচ্ছে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারের সাথে। আর এই ভিডিওটি পোস্ট করার সাথে সাথে তৃণমূলের তরফ থেকে লেখা হয়েছে, “বর্গীদের বাংলা থেকে হটাতে গর্জে উঠবেন রয়্যাল বেঙ্গল টাইগার।”

Advertisements

ভিডিওটিতে কার্টুন চিত্রের মাধ্যমে সুন্দরবন এবং সেখানকার মহিলাদের তুলে ধরা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে মমতা এই সকল মহিলাদের রক্ষা করছেন। কার্টুন ওই ভিডিওতে একাধিক বিজেপি নেতাদের তুলে ধরা হয়েছে, দেখা যাচ্ছে যারা পরাস্ত হয়ে হার স্বীকার করছেন। মূলত বিজেপি নেতাদের তরফ থেকে বারংবার রাজ্যের মহিলাদের নিরাপত্তা নিয়ে যে প্রশ্ন তোলা হচ্ছে সেই সকল প্রশ্ন এবং অভিযোগকে উড়িয়ে দেওয়া হয়েছে এই ভিডিওতে।

Advertisements

এর পাশাপাশি তৃণমূল নেতাদের তরফ থেকে বারংবার বিভিন্ন প্রচারে যা বলা হয় অর্থাৎ বাংলাকে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ কিংবা গুজরাত হতে দেবেন না সেই বার্তাও তুলে ধরেছে তৃণমূল। তৃণমূলের তরফ থেকে লেখা হয়েছে, এই ভাবেই বহিরাগত এবং বর্গীদের হাত থেকে বাংলাকে রক্ষা করবেন মমতা।

[aaroporuntag]
তবে এই প্রথম নয় এর আগেও তৃণমূলের তরফ থেকে একই রকম আরও দুটি ভিডিও প্রকাশ করা হয়েছিল। আর পর্ব দেখে মনে করা হচ্ছে ভোট পর্ব যতদিন চলবে ততদিন এইভাবে পর্ব পর্ব করে তৃণমূলের তরফ থেকে আরও একাধিক এমন ভিডিও প্রকাশ করা হবে।

Advertisements