নিজস্ব প্রতিবেদন : একুশের বিধানসভা নির্বাচনের তৃতীয় বারের জন্য সরকারে আসার পরেই তৃণমূলের তরফ থেকে ঘোষণা করা হয় ‘এক ব্যক্তি, এক পদ’। আর এই ঘোষণা মতো তা কার্যকর করার জন্য একাধিক জেলার সাংগঠনিক রদবদল করা শুরু হয়। সেইমতো এবার রাজ্য ও জেলা সংগঠনের একাধিক পদ থেকে সরানো হলো তৃণমূলের শীর্ষস্থানীয় নেতাদের।
শীর্ষস্থানীয় যে সকল নেতাদের একাধিক পদ থেকে সরানো হয়েছে তাদের মধ্যে রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক, মহুয়া মৈত্র, আবু তাহের, সৌমেন মহাপাত্রের মতো নেতারা। জ্যোতিপ্রিয় মল্লিককে সরানো হয়েছে উত্তর ২৪ পরগনার জেলা সভাপতির পদ থেকে। পূর্ব মেদিনীপুরের জেলা সভাপতির পদ থেকে সরানো হয়েছে সৌমেন মহাপাত্রকে। জেলা সভাপতির পদ থেকে সরানো হয়েছে মহুয়া মৈত্রকে, উত্তর কলকাতার তৃণমূল প্রেসিডেন্টের পদ থেকে সরানো হয়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। তাকে চেয়ারম্যান করে প্রেসিডেন্টের পদে বসানো হয়েছে তাপস রায়কে।
এর পাশাপাশি রাজ্যের আরও একাধিক জেলা রয়েছে যেখানে জেলা সভাপতির পদ থেকে জনপ্রিয় নেতাদের সরানো হয়েছে। এই তালিকায় রয়েছে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, পূর্ব বর্ধমানের মত জেলাও। হুগলি জেলার জেলা সভাপতিরকেও সরিয়ে দিয়েছে তৃণমূল। এর পাশাপাশি বিভিন্ন জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের ক্ষেত্রেও নতুন মুখকে সামনে আনা হয়েছে।
বীরভূমের তৃণমূল যুব সভাপতির পদ থেকে বিধায়ক বিধান মাঝিকে সরিয়ে আনা হয়েছে অধ্যাপক দেবব্রত সাহাকে। এছাড়াও তৃণমূল শ্রমিক সংগঠনের জেলা সভাপতি নুরুল ইসলামের জায়গায় আনা হয়েছে ত্রিদিব ভট্টাচার্যকে। এর পাশাপাশি বেশকিছু জেলাকে তৃণমূলের তরফ থেকে সাংগঠনিকভাবে একাধিক ভাগে ভাগ করা হয়েছে।