নিজস্ব প্রতিবেদন : দুষ্কৃতিরা বোমা মেরে খুন করলো কংগ্রেসের প্রাক্তণ পঞ্চায়েতের প্রধানের ছেলেকে। ঘটনাটি ঘটেছে রামপুরহাট থানার জয়কৃষ্ণপুরের মাঠপাড়ার কাছে রামপুরহাট দুনিগ্রাম রাস্তার উপর। মৃত ব্যাক্তির নাম বাবুল খান (মুশারফ হোসেন) বয়স ৫১।
মৃত ব্যক্তির বাবা দখলবাটি পঞ্চায়েতের দুবারে প্রধান ছিল। আজ বেলা ১২ টা নাগান বাবুল খান রামপুরহাট থেকে বাজার করে মোটরবাইকে করে ফিরছিলেন, ঠিক সেসময় শ্রীকৃষ্ণপুর মাঠপাড়ার কাছে রাস্তার উপর বাম্পারের মোটর বাইক আসতে করতেই পেছন থেকে তাকে বোমা মারা হয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুক্ষন ধরে দুজন কালো হেলমেট পরে বাম্পারের কাছে দাড়িয়ে ছিলেন। বাবুল খানের মোটরবাইক লক্ষ্য করে প্রথমে একটি বোমা মারলে সে বাইক থেকে পড়ে যায় তারপর দ্বিতীয় বোমাটি বাবুলের মাথায় মারা হয়। তারপরেও আরেকটি বোমা মারলেও সেটি ফাটেনি। মোট তিনটি বোমা মারা হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তৃতীয় বোমাটি নিষ্ক্রিয় করে।
পেশায় ঠিকাদার বাবুল খানের বন্ধু কমল সেখ জানান, “আমরা দুজনেই কিছুক্ষন আগে একসঙ্গে বাজার করলাম। আমরা একই সঙ্গে ঠিকেদারী কাজ করতাম। কে বা কারা এমন ঘটনা ঘটলো বুঝতে পারছি না।”
এখনও পর্যন্ত বাবুল খানের পরিবারে পক্ষ থেকে কোন অভিযোগ থানা করা হয় নি। রামপুরহাট থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। মৃত বাবুল খানের পরিবার একসময় কংগ্রেস সাথে যুক্ত ছিল। কিন্তু বাবুল খান এখন সক্রিয় তৃনমূলের কর্মী ছিলেন। তিনি গতকাল দখলবাটি গ্রামে দিদিকে বলো অনুষ্ঠানেও ছিলেন।