Metro Time: টিকিট বুকিং থেকে মেট্রোর সময়সূচিতে বদল, না জানলে মিস হবে ট্রেন

Antara Nag

Published on:

Advertisements

To avoid train misses know booking tickets to Metro Time: আপনি কি নিত্য মেট্রোরেলের যাত্রী? প্রতিদিন কাজের সূত্রে মেট্রো করেই যাতায়াত করেন? তাহলে অবশ্যই আজকের এই প্রতিবেদনটি গুরুত্ব সহকারে পড়ুন। তা না হলেই মেট্রো চড়তে গিয়ে পড়তে পারেন বিপদে। কারণ মেট্রো চলাচল নিয়ে বিরাট খবর ঘোষণা করল কলকাতা মেট্রো রেল। বুকিং থেকে শুরু করে মেট্রো চলাচলের সময়সূচির নিয়মে পরিবর্তন আনল কলকাতা মেট্রো (Metro Time)। কী নয়া নিয়ম প্রকাশ করল জেনে নেওয়া যাক।

Advertisements

প্রসঙ্গত, পরিবহন ব্যবস্থাগুলির মধ্যে কলকাতার অন্যতম ঐতিহ্যশালী পরিবহন হল মেট্রোরেল পরিবহন। যে পরিবহন ব্যবস্থা ভারতবর্ষের মধ্যে প্রথম কলকাতায় ১৯৮৪ সালে শুরু হয়। যার রুট ছিল ভবানীপুর বর্তমান নাম নেতাজি ভবন থেকে এসপ্ল্যানেড পর্যন্ত। তবে বর্তমানে এই মেট্রো রেলপথ কলকাতা জুড়ে বিভিন্ন জায়গায় প্রসারিত হয়েছে। আর এই কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ পরিবর্তন আনল মেট্রো চলাচলের নিয়মে। কোন মেট্রোর টাইমে পরিবর্তন আনল?

Advertisements

এবার থেকে আর রাত ১১টায় পাওয়া যাবে না মেট্রো পরিষেবা। রাত্রি ১১টায় চলাচলকারী মেট্রোর সময়সূচিতে আনা হয়েছে পরিবর্তন। রাত ১১টার বদলে ওই মেট্রো পরিষেবা পাওয়া যাবে ১০টা ৪০ মিনিটে (Metro Time)। যা ১০:৪০ মিনিটে ছাড়বে দমদম ও কবি সুভাষ থেকে। তবে শুধু মেট্রো চলাচলের সময়সূচি নয়, টিকিট বুকিংয়ের ক্ষেত্রেও আনা হয়েছে পরিবর্তন। রাত ১০টা ৪৯-এর মেট্রো পরিষেবায় কোনো মেট্রো স্টেশনের কাউন্টার খোলা থাকবে না। ফলেই স্মার্ট কার্ডের মাধ্যমে যাত্রীরা মেট্রো পরিষেবা ব্যবহার করতে পারে। তা না হলে UPI পেমেন্ট মাধ্যমে মেট্রো স্টেশনে বসানো ASCRM মেশিন থেকে টোকেন নিয়ে মেট্রো পরিষেবা ব্যবহার করতে হবে যাত্রীদের। কবে থেকে চালু হবে এই পরিষেবা? সপ্তাহে কত দিনই বা চলবে?

Advertisements

আরও পড়ুন ? New Metro Route: কলকাতা মেট্রোয় জুড়ছে নতুন রুট! এবার ট্রেনে চড়েই যাওয়া যাবে জনপ্রিয় এই পার্ক

মেট্রোরেল কর্তৃপক্ষ তরফে জানা গিয়েছে, আগামী ২৪শে জুন ২০২৪, সোমবার থেকে চালু হবে মেট্রোর এই নয়া নিয়ম। রাত ১০টা ৪০ মিনিটে চালু হওয়া এই মেট্রো প্রতি স্টেশনেই দাঁড়াবে। সপ্তাহে শনি-রবি বাদ দিয়ে ৫ দিন অর্থাৎ সোম থেকে শুক্র পর্যন্ত এই মেট্রো পরিষেবা ব্যবহার করতে পারবেন যাত্রীরা।

প্রসঙ্গত, গত মাসে অর্থাৎ মে মাসের ২৪ তারিখ থেকে পরীক্ষামূলকভাবে ব্লু লাইনে রাত ১১টার মেট্রো পরিষেবা শুরু করা হয়। মূলত যাত্রীদের সুবিধার্থেই এই নতুন সময়সূচী (Metro Time) কার্যকর করা হয়। যা কবি সুভাষ এবং দমদম থেকে ছাড়া হয়। আপ এবং ডাউন উভয় লাইনে এই পরিষেবা চালু করা হয়। যাতে যাত্রীরা রাত্রিবেলা যাতায়াতে অসুবিধায় না পড়ে। কিন্তু এক মাসের গড় হিসাবে রাত ১১টার মেট্রো পরিষেবায় সেরকম ভিড় হচ্ছে না। মেট্রোয় গড়ে ৩০০ যাত্রী দেখা যাচ্ছে। কোনো কোনো কাউন্টার থেকে আবার একটা বা দুটো টিকিট বিক্রি হচ্ছে। ফলেই মেট্রোয় যা খরচ হচ্ছে তার তুলনায় আয় খুব একটা হচ্ছে না। এই পরিস্থিতিতেই মেট্রো রেল কর্তৃপক্ষ তরফে রাত ১১টার মেট্রো পরিষেবার সময়সূচী বদলানো হয়।

Advertisements