নতুন স্মার্টফোন কেনার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে ৫টি জিনিসে

নিজস্ব প্রতিবেদন : নতুন যেকোনো জিনিসের প্রতি মানুষের আকর্ষণ চিরন্তন। আর স্মার্টফোনের কথা বলতে হলে আকর্ষণটা আরও একটু বেশি। বর্তমানে অন্যান্য জিনিসের বিক্রি বা চাহিদা কমলেও স্মার্টফোনের চাহিদা দিন দিন বেড়ে চলেছে। আর বর্তমান করোনা প্রকোপ বা লকডাউন চলাকালীন এই প্রবণতা আরও বেড়েছে। এর মূলে রয়েছে পরিস্থিতির ঠেলায় পড়ে কর্মক্ষেত্র অথবা পড়াশোনার ক্ষেত্রে আমূল পরিবর্তন। বর্তমানে পড়াশোনা থেকে অফিসের কাজকর্ম চলছে অনলাইনে। যে কারণে স্মার্টফোন বিক্রি এবং তার চাহিদা দিন দিন বেড়েই চলেছে। তবে এই স্মার্টফোন কেনার সময় অবশ্যই ৫টি বিষয়ে খেয়াল রাখা প্রয়োজন।

প্রসেসর : স্মার্ট ফোনের পারফরম্যান্স অবশ্যই তার প্রসেসরের ওপর নির্ভর করে। যে কারণে স্মার্টফোন যে সমস্ত তারই হোক না কেন কেনার সময় অবশ্যই দেখে নিতে হবে প্রসেসর যেন কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৫৫-এর কম না হয়।

ডিসপ্লে কোয়ালিটি : ভালো ফোন কেনার ক্ষেত্রে ডিসপ্লে অবশ্যই আলাদা গুরুত্ব রাখে। বর্তমানে বাজারে যে সকল ফোন আসছে সেগুলির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হাই রেজলিউশনের কম। এক্ষেত্রে অবশ্যই দেখে নেওয়া দরকার স্মার্টফোনগুলো যেন AMOLED HD+ ডিসপ্লেযুক্ত হয়।

ডিজাইন : স্মার্টফোনের আকর্ষণ বৃদ্ধির ক্ষেত্রে অবশ্যই তার ডিজাইন আলাদা গুরুত্ব রাখে। এছাড়াও ফোন যেন সহজে ক্যারি করা যায় সেদিকেও নজর রাখা দরকার। বর্তমানে বাজারে ফন্ট ও ব্যাকে গ্লাস লুক ভালো চলছে।

ক্যামেরা কোয়ালিটি : বর্তমানে স্মার্টফোনের মাধ্যমে ছবি তোলার ট্রেন্ড খুবই সচল। পাশাপাশি রয়েছে সেলফির বাজার। যে কারণে নতুন ফোন কেনার সময় অবশ্যই ক্যামেরা দেখে নেওয়ার প্রয়োজন রয়েছে। বর্তমানে বাজারে সবথেকে বেশি চলছে ডাবল, ট্রিপল এবং কোয়াড ক্যামেরাযুক্ত স্মার্টফোন।

র‌্যাম আর স্টোরেজ : স্মার্টফোনের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো র‌্যাম আর স্টোরেজ। এই দুটি কম হলেই বর্তমান যুগের অ্যাপের ভার বহন করা খুবই দুরূহ ব্যাপার হয়ে পড়েছে। যে কারণে একটু খরচ বেশি হলেও র‌্যাম আর স্টোরেজ বেশি থাকে এমন ফোন নেওয়ায় যুক্তিযুক্ত। এখন বাজারে ৬ জিবি র‌্যামের স্মার্টফোনগুলো ভালো চলছে।

ব্যাটারি : স্মার্টফোনের ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এর ব্যাটারি। যে কারণে স্মার্টফোন কেনার সময় অবশ্যই দেখে নেওয়া উচিত ফোন যেন ৪০০০ এমএএইচের কম না হয়।