Osiana Beach: কম খরচে গোয়ার বিচের আনন্দ বাংলায়! যেতে হবে হাতের কাছে থাকা এই সি-বিচে

Antara Nag

Published on:

To enjoy Goa Beach at low cost, go to Osiana Beach: বাঙালি যেমন খাদ্যরসিক তেমনি ভ্রমণপ্রেমী। হাতে কিছুদিনে ছুটি পেলেই ব্যাগ-পত্তর গুটিয়ে বেরিয়ে পড়েন ভ্রমণের উদ্দেশ্যে। তেমনি বর্তমানে বাংলার মানুষের কাছে পিঠে ঘোরার অন্যতম পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে দীঘা। তবে তা শুধু বাংলার মানুষ নয়, বিশেষ বিশেষ দিনে এখানে ভিড় জমে ফরেনারদেরও। ধীরে ধীরে বেশ জমজমাট হয়ে উঠছে দীঘা পর্যটন কেন্দ্র। আর সেখানেই মিলেছে এক নতুন জায়গা (Osiana Beach)। যা পর্যটকদের জন্য এক বিশেষ স্থান। কি সেই জায়গা? দিঘার কোথায় অবস্থিত? কি রয়েছে সেখানে?

খুব শীঘ্রই বাংলায় প্রবেশ করবে বর্ষা। আর এই বর্ষার মরশুমে অনেকেই হয়তো দীঘা যাওয়ার প্ল্যান করছেন। তবে দীঘা যাওয়ার প্ল্যানে অবশ্যই ঘুরে আসবেন এই জায়গায় (Osiana Beach)। তা না হলে মিস করবেন দারুন সৌন্দর্য। যেখানে শুধু প্রিয় মানুষ নয়, বন্ধু-বান্ধব, পরিবার-পরিজন সবাইকে নিয়ে দারুন সময় কাটানো যাবে। দীঘা সমুদ্র সৈকতের উত্তাল ঢেউয়ের সাথে এই জায়গার পরিবেশ ভ্রমণের আনন্দকে আরও দ্বিগুণ করে তুলবে।

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত দীঘা সমুদ্র সৈকত। যা বর্তমানে দেশি-বিদেশি পর্যটকদের এক অন্যতম পর্যটন কেন্দ্র। আর এই পর্যটন কেন্দ্রেই গড়ে উঠেছে এক দারুন জায়গা। যার নাম ওসিয়ানা সি-বিচ। যেতে হবে না প্রচুর টাকা খরচ করে গোয়া বিচে। এই দীঘার ওসিয়ানা সি-বিচেই মিলবে গোয়া বিচের আনন্দ। এখানকার প্রাকৃতিক এবং কৃত্রিম সৌন্দর্য মেলবন্ধন ঘটাবে প্রিয় মানুষের সাথে।

আরও পড়ুন 👉 Digha Trains Cancelled: টানা ১০ দিন বন্ধ থাকবে দীঘা যাওয়ার ট্রেন! প্ল্যান থাকলে সব ধুলোয় মিশে যাবে

এছাড়াও এই ওসিয়ানা সি-বিচে (Osiana Beach) রয়েছে সুন্দর পরিপাটি করে সাজানো গোছানো পার্ক, বন্ধু পরিবার-পরিজন কাছের মানুষের সাথে সময় কাটানোর বিশেষ ব্যবস্থা। রয়েছে সুন্দর সুন্দর বসার জায়গা, চারিদিকে ঝাউবন দ্বারা বেষ্টিত সুন্দর পার্ক, বাচ্চাদের জন্য বিভিন্ন মজাদার খেলার ব্যবস্থা। পাশাপাশি সন্ধ্যাবেলায় আলোর ফোয়ারার সাথে সমুদ্র সৈকতের দৃশ্য চোখে পড়ার মতো। যা পর্যটকদের আনন্দকে দ্বিগুণ করে তুলবে।

প্রসঙ্গত, বিধ্বংসী ইয়াস ঝড়ের পরবর্তী সময় থেকে পাল্টে গিয়েছে দীঘা সমুদ্র সৈকতের রূপ। একের পর এক প্রকল্প বাস্তবায়নে রূপ সৌন্দর্যের অধিকারী হয়ে উঠেছে দীঘা। তৈরি হয়েছে যা চকচকে রাস্তা, ডিজিটাল পরিষেবা, সাউন্ড সিস্টেম।.পাশাপাশি পর্যটকদের আকর্ষণ করতে সৈকতের কাছেই সাজানো-গোছানো হয়েছে মেরিন ড্রাইভ, কফি হাউস, বিশ্ব বাংলা উদ্যান, একাধিক পার্ক সহ জগন্নাথ মন্দির। যা দীঘার ব্র্যান্ড ভ্যালু বাড়ি দিয়েছে। বেড়েছে পর্যটক সংখ্যাও। আন্তর্জাতিক স্তরে বিশেষ মানের হতে চলেছে এই পর্যটন কেন্দ্র। তবে তার মধ্যে বর্তমানে পর্যটকদের মূল আকর্ষণ হয়ে উঠছে দিঘার ওসিয়ানা সি-বিচ। আসন্ন বর্ষার মরশুমে আপনিও এই সৌন্দর্য উপভোগ করে আসতে পারেন।