লক্ষ্মীর ভান্ডারে মাসে মাসে ৫০০, ১০০০ পেতে থাকতেই হবে এই নথি

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বিধানসভা ভোটের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মহিলাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন, তাদের হাত খরচের জন্য মাসে মাসে ৫০০ এবং ১০০০ টাকা করে দেওয়া হবে। সেই প্রতিশ্রুতি পূরণের জন্য তিনি নতুন একটি প্রকল্পের ঘোষণা করেছেন, যার নাম হল ‘লক্ষ্মীর ভান্ডার’।

Advertisements

Advertisements

এই প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার রাজ্যের সাধারণ ক্যাটাগরির মহিলাদের মাসে মাসে ৫০০ টাকা এবং তপশিলি ও আদিবাসী মহিলাদের মাসে মাসে ১০০০ টাকা করে দেবে। আগামী ১লা সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এই প্রকল্প। এই প্রকল্পের আওতায় টাকা পাওয়ার জন্য প্রত্যেককে আবেদন করতে হবে। আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হবে আগামী ১৬ আগস্ট থেকে।

Advertisements

১৬ আগস্ট নতুন করে শুরু হচ্ছে দুয়ারে সরকার কর্মসূচি। এই কর্মসূচি চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। গতবারের এই কর্মসূচিতে যেমন সবথেকে গুরুত্ব পেয়েছে স্বাস্থ্য সাথী প্রকল্প, ঠিক তেমনি এবার গুরুত্ব পাচ্ছে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। তবে এই প্রকল্পের আবেদন করার জন্য আবশ্যিকভাবে আবেদনকারীর থাকতে হবে কয়েকটি নথি।

নবান্ন সূত্রে জানা যাচ্ছে, শুক্রবার রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী রাজ্যের প্রতিটি জেলাশাসক দলের সাথে একটি ভার্চুয়াল মিটিং করেন। সেখানেই নাকি জানানো হয়েছে যে সকল মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করতে আসবেন তাদের বাধ্যতামূলক ভাবে থাকতে হবে স্বাস্থ্য সাথী কার্ড এবং আধার কার্ড। পাশাপাশি যারা তপশিলি অথবা আদিবাসী সম্প্রদায়ের হয়ে আবেদন করবেন তাদের বাধ্যতামূলক ভাবে থাকতে হবে জাতির শংসাপত্র। তবে এই শংসাপত্র কারোর না থাকলে তাকে সঙ্গে সঙ্গে করিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে নবান্ন।

Advertisements