ভূমিকম্পেও টলবে না রাম মন্দির, তৈরি হচ্ছে অবাক করা এই পাথরে

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বহু প্রতীক্ষিত রাম মন্দিরের ৫০ শতাংশ কাজ ইতিমধ্যেই হয়ে গিয়েছে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের তিন চার মাস আগেই এই মন্দিরের উদ্বোধন করে দেওয়া হবে বলে জানা যাচ্ছে। বহু প্রতীক্ষিত অযোধ্যার এই রাম মন্দির এমনভাবে তৈরি করা হচ্ছে যে ভূমিকম্পেও তা টলবে না। এই মন্দিরকে ভূমিকম্প প্রতিরোধী হিসাবে তৈরি করা হচ্ছে।

Advertisements

রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের তরফ থেকে জানানো হয়েছে, ইতিমধ্যেই এই মন্দিরের ৫০ শতাংশ কাজ তৈরি করা হয়ে গিয়েছে এবং ২০২৪ সালের মধ্যেই এই মন্দির ভক্তদের জন্য উন্মোচন করে দেওয়া হবে। মন্দিরকে ভূমিকম্প প্রতিরোধী করে তোলার জন্য বিশেষ এক ধরনের পাথর ব্যবহার করা হচ্ছে।

Advertisements

ভূমিকম্পেও যাতে রাম মন্দিরের কোন ক্ষতি না হয় তার জন্য যে বিশেষ পাথরের ব্যবহার করা হচ্ছে সেই পাথর আনা হয়েছে কর্ণাটকের চিক্কাবল্লভপুর জেলার গ্রানাইট পাথর। ভিত্তি প্রস্তরের জন্য এই পাথর ব্যবহার করা হয়েছে। কর্ণাটকের হিন্দু পরিষদের প্রতিনিধিরা জানিয়েছেন, এই পাথর আগুনে পুড়ে না। এই পাথর দিয়ে ভিত্তিপ্রস্তর স্থাপন করার ফলে তা এতটাই মজবুত হবে যে ভূমিকম্পেও কিছু হবে না।

Advertisements

বিশেষজ্ঞদের তরফ থেকে জানা গিয়েছে, দেড় হাজার ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রাতেও পরীক্ষা করার পরে ফের শীতল অবস্থানে রেখে খুঁটিয়ে শক্তি পরীক্ষা করে তবে পাথরগুলি অযোধ্যায় পাঠানো হয়। এর ফলে পাথরগুলি জল প্রতিরোধীও হয়ে গিয়েছে।

অযোধ্যায় বহু প্রতীক্ষিত রাম মন্দির নির্মাণ করার জন্য সরযূ নদীর তীরে ৪০ ফুট গর্ত করে তার ভিতরে পাথরগুলিকে বিন্যস্ত করা হয়েছে। বিশেষ ধরনের যে সকল গ্রানাইট পাথর ব্যবহার করা হচ্ছে সেগুলি ৫ ফুট লম্বা, ৩ ফুট পুরু ও ২.৭৫ ফুট চওড়া। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো এই পাথরগুলি তৈরি হয়েছে ২৫০ কোটি বছর আগে।

Advertisements