নিজস্ব প্রতিবেদন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যে সকল স্বপ্ন রয়েছে তার মধ্যে অন্যতম একটি স্বপ্নের প্রকল্প হল বন্দে ভারত এক্সপ্রেস। ইতিমধ্যেই ভারতে মোট চারটি বন্দে ভারত এক্সপ্রেস ছুটতে শুরু করেছে। এর মধ্যে একটি ট্রেন ছুটছে গুজরাতের গান্ধীনগর থেকে মুম্বাই। চতুর্থ বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন হিসাবে এই ট্রেনটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত দিয়ে উদ্বোধন হয়।
তবে দেখা গিয়েছে, দ্রুত গতি সম্পন্ন এই ট্রেনটিকে কখনো মোষের ধাক্কায় নাক ভাঙ্গতে হচ্ছে আবার কখনো গরুর ধাক্কায়। একাধিকবার এই সকল পশুদের ধাক্কায় জর্জরিত হয়ে পড়েছে নতুন এই ট্রেনটি। এমন পরিস্থিতিতে এবার ভারতীয় রেলের তরফ থেকে নয়া নির্দেশ জারি করা হলো। গুজরাত রেল পুলিশের তরফ থেকে রেলের সেই নির্দেশ গ্রামে গ্রামে পৌঁছে দেওয়া হয়েছে।
পশ্চিম রেলওয়ের প্রধান মুখপাত্র সুমিত ঠাকুর জানিয়েছেন, এই ট্রেনের রুটে যে সকল গ্রাম রয়েছে সেই সকল গ্রামের সারপঞ্জদের চিঠি দিয়ে জানানো হয়েছে রেল লাইনের পাশে যেন কোন পশু ছেড়ে রাখা না হয়। এই নির্দেশের পরেও যদি কারোর বিরুদ্ধে কোনরকম কাজে গাফিলতি দেখা যায় তাহলে তার বিরুদ্ধে রেল আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
যে নোটিশ দেওয়া হয়েছে সেই নোটিসে বলা হয়েছে, “পশুদের সঙ্গে ধাক্কা লেগে রেল পরিষেবায় ব্যাঘাত হচ্ছে। তার ফলে দুর্ঘটনার সম্ভাবনাও অনেকটাই বেড়ে যাচ্ছে। রেললাইন থেকে ট্রেনের বগি ছিটকে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। যার ফলে যাত্রীদের সুরক্ষা নিয়েও প্রশ্ন তৈরি হচ্ছে। তাই সাধারণ গ্রামবাসীকে সচেতন করে তুলতে হবে।”
এর পাশাপাশি রেলের তরফ থেকে দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলিকে চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। পাশাপাশি রেললাইন এলাকায় নোংরা আবর্জনা খেলার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কারণ সে সকল নোংরা আবর্জনা থেকে খাবার খোঁজার জন্য রেল লাইনের ধারে কাছে পশুরা পৌঁছে যায়। এমনকি জানানো হয়েছে, এরপর যদি এই ধরনের কোন ঘটনা ঘটে সেক্ষেত্রে রেল আইন অনুসারে ছয় মাস জেল অথবা এক হাজার টাকা জরিমানা করা হবে পশুপালককে।