If you want to run the air conditioner during lightning or rain, you must follow some small tips: চলতি বছরে তীব্র তাপপ্রবাহের সাক্ষী থেকেছে দেশের বিভিন্ন জায়গা। মাঝেমধ্যে ঝড়-বৃষ্টি হলেও কমছে না গরমের দাপট। ভাপসা গরম থেকেই যাচ্ছে। এই আবহে অনেকেরই প্রশ্ন রয়েছে গুরু গম্ভীর মেঘ গর্জন, প্রবল ঝড়-বৃষ্টির তাণ্ডবে কি এসি চালানো উচিত (Air Conditioner Tips)? ক্ষতির সম্ভাবনা কি রয়েছে? আপনার মনেও যদি এই প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই এই প্রতিবেদনে জেনে নিন উত্তর।
প্রতি বছর বছর যে হারে তাপমাত্রা বাড়ছে তাতে করে ফ্যানের তলায় থাকাও কষ্টকর হয়ে উঠছে। কষ্ট থেকে রেহাই পেতে প্রায় কম বেশি প্রতি বাড়িতেই ব্যবহার করা হচ্ছে এসি। কিন্তু ঝড়-বৃষ্টির সময় এসি চালানো নিয়ে অনেকেই ভয় পাচ্ছেন। ভাবছেন এসি চালালে কি মেশিন পুড়ে যাবে? নাকি প্লাগ খুলে রাখা উচিত? নাকি বিদ্যুৎ বৃষ্টির সময় এসি চালানো যেতে পারে?
বজ্রবিদ্যুৎ হোক বা বৃষ্টিপাত ভাপসা গরম থাকলে চালানো যেতে পারে এয়ার কন্ডিশনার। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ঝড়-বৃষ্টির সময় এসি চালালে কোনো ক্ষতি হবে না। তবে মানতে হবে ছোট্ট কিছু নিয়ম (Air Conditioner Tips)। যা মানলে ঝড়-বৃষ্টির প্রবল তাণ্ডবে ঠান্ডা মেশিনের কোনো ক্ষতি হবে না। পুড়ে যাবে না মেশিন। কি নিয়ম মানতে হবে জেনে নিন।
আরও পড়ুন ? AC Bus in South Bengal: প্যাচপেচে গরমে কষ্ট করে যাওয়ার দিন শেষ! এই সকল রুটে এসি বাস নামাচ্ছে রাজ্য
গুরু গম্ভীর মেঘ গর্জন, প্রবল ঝড়-বৃষ্টিতে যদি এসি চালানোর কথা ভাবেন তাহলে এই মেশিন ইন্সটল করার সময় অবশ্যই বাড়ির ভেতরের দিকের দেওয়ালে ইনাসটল করবেন। তাহলে প্রাকৃতিক দুর্যোগে কোনো সমস্যা হবে না। এর পাশাপাশি আরও একটি বিষয় মাথায় রাখতে হবে তা হল মেশিন লাগানোর পর বাইরে একটি ইউনিট লাগাতে হয়। সেই ইউনিট লাগানোর জায়গাটিও ঠিকঠাক ভাবে নিশ্চিত করতে হবে। এমন জায়গায় বাইরের ইউনিট লাগাতে হবে যেখানে বৃষ্টির জল সরাসরি না পড়ে।
তবে যদি দেখেন বৃষ্টি হওয়ার পাশাপাশি বজ্রবিদ্যুতের আওয়াজ প্রচন্ড পরিমাণে হচ্ছে তাহলে অবশ্যই এসে কিছুক্ষণ এয়ার কন্ডিশনার সুইচ অফ করে রাখবেন (Air Conditioner Tips)। তা না হলে বজ্রবিদ্যুতের সংঘর্ষে ঠান্ডা মেশিন শট সার্কিট হয়ে যেতে পারে অথবা পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পরিমাণও যদি অত্যধিক হয় সেক্ষেত্রেও বাইরের ইউনিটের কথা মাথায় রাখে এসি বন্ধ রাখা উচিত। কারণ বৃষ্টির জল বাইরের ইউনিটে ঢুকে গেলে মেশিনের কার্যক্ষমতা নষ্ট করে দিতে পারে।