Today’s Weather Update: সোমবার ছিল মেগা এন্ট্রি, এবার দক্ষিণবঙ্গ দেখবে ধামাকা! মঙ্গলবার কোথায় কতটা হবে বৃষ্টি

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : টানা ২০ দিন ধরে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তীব্র গরম, তাপপ্রবাহ, তীব্র তাপপ্রবাহের পর অবশেষে গত রবিবার থেকে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে। আর সোমবার দক্ষিণবঙ্গের (South Bengal) জেলায় জেলায় ঝড়-বৃষ্টি সেই স্বস্তিকে কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। সোমবার রাতের বৃষ্টি (Rain) দক্ষিণবঙ্গের তাপমাত্রা এক ধাক্কায় এমন জায়গায় এনে দিয়েছে, যা অকল্পনীয়।

সোমবার রাতে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় কেবলমাত্র বৃষ্টি হয়েছে এই কথা বলা যাবে না। বরং বৃষ্টির মেগা এন্ট্রি হয়েছে এমনটাই বলা যায়। কেননা ঝোড়ো হাওয়া আর বজ্রবিদ্যুৎ সহ মুষলধারে বৃষ্টি যেন দীর্ঘদিনের পিপাসা মিটিয়েছে। তবে সোমবার ছিল কেবলমাত্র ট্রেলার। মঙ্গলবারও ধামাকা দেখা যাবে বলেই আশা করা হচ্ছে হাওয়া অফিসের পূর্বাভাস (Today’s Weather Update) থেকে।

মঙ্গলবার কোন কোন জেলায় কেমন বৃষ্টি হবে? তা নিয়ে হাওয়া অফিসের তরফ থেকে আগেই পূর্বাভাসে জানিয়ে দেওয়া হয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ ৩ জেলায় ভারী বৃষ্টি হতে পারে। যে তিন জেলায় ভারী বৃষ্টি হতে পারে সেই তিন জেলা হলো পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনা। হাওয়া অফিসের যা পূর্বাভাস তাতে এই তিন জেলায় মুষলধারে বৃষ্টি হতে পারে আর তার সঙ্গে থাকতে পারে দমকা হাওয়া। তিন জেলাতেই বৃষ্টির পরিমাণ ১০০ মিলিমিটার বা তার বেশি থাকবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন ? Howrah App Cab New Fare: ‘ঠ্যালায় পড়লে তবেই গাছে ওঠে বিড়াল’! যেমনটা হলো হাওড়ায় অ্যাপ ক্যাবের ভাড়ায়

এর পাশাপাশি মঙ্গলবার দক্ষিণবঙ্গের ১১ জেলায় কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। যে ১১ জেলায় কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস রয়েছে সেই জেলাগুলি হল বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি, বাঁকুড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। এই সকল জেলায় কালবৈশাখী ঝড়ের গতিবেগ থাকতে পারে ঘন্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার। এছাড়াও পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা বাদে বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। আগেই বলা হয়েছে ওই তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনার পাশাপাশি ১১ জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও কালবৈশাখী ঝড়ের সম্ভাবনার পাশাপাশি বাকি ৪ জেলায় ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যে ৪ জেলায় ঝড়ের গতিবেগ থাকবে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। ওই ৪ জেলা হলো মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম।