জাঁকিয়ে শীতের অপেক্ষা, কবে পড়বে জানালো হাওয়া অফিস

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : ঝড়ঝঞ্ঝা, নিম্নচাপ ঘূর্ণিঝড়, মেঘলা আকাশ কাটতেই শুরু হয়েছে নির্বিঘ্নে উত্তুরে হওয়ার আনাগোনা। শুক্রবার রাত থেকেই ধীরে ধীরে কমতে শুরু করে তাপমাত্রার পারদ। শনিবার রাতে তাপমাত্রার এই পারদ আরও নেমে যায়। রবিবার সকাল থেকে মোটামুটিভাবে শীতের ভালো আমেজ উপলব্ধ হতে শুরু করেছে পশ্চিমের জেলাগুলিতে। তবে তা হলেও প্রশ্ন কবে পড়বে জাঁকিয়ে শীত?

অন্যান্য বছর এই সময় দক্ষিণবঙ্গ জুড়ে শীতের বেশ ভালোভাবে প্রকোপ লক্ষ্য করা যায়। চলতি বছরও ডিসেম্বর মাসের শুরুতেই শীতের শুরু হয়েছিল। কিন্তু হালকা শীতের আমেজ পড়তেই হঠাৎ নিম্নচাপ ঘূর্ণিঝড় সহ একের পর এক পশ্চিমী ঝঞ্জায় আটকে যায় উত্তুরে হাওয়া। তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেড়ে যায়। এমনকি দিনের দিকে ঘাম ঝড়তে শুরু করে।

তবে এই সকল পরিস্থিতি কাটিয়ে শনিবার এবং রবিবার একধাক্কায় অনেকটাই তাপমাত্রার পারদ নেমেছে। হাওয়া অফিসের পূর্বাভাস সত্যি করে রবিবার পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রার পারদ নেমেছে ১৫ ডিগ্রীর নিচে। এই তাপমাত্রা গত দিন কয়েকের তুলনায় অন্ততপক্ষে ৬ থেকে ৭ ডিগ্রি কম হয়েছে।

একইভাবে কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকাতেও তাপমাত্রার পারদ নামতে শুরু করেছে। দিনের সর্বনিম্ন তাপমাত্রার পারদ নেমেছে ১৮ ডিগ্রিতে। দিন কয়েকের তাপমাত্রার পারদের তুলনায় কমেছে ৪ থেকে ৫ ডিগ্রি।

রবিবার আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে যাওয়া রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.২ ডিগ্রী সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৩° বেশি। অন্যদিকে শ্রীনিকেতন হাওয়া অফিসের তরফ থেকে দেওয়া রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, রবিবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.২ ডিগ্রী সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ১° বেশি।

অন্যদিকে হাওয়া অফিসের তরফ থেকে জাঁকিয়ে শীত নিয়ে পূর্বাভাসে জানিয়েছে, পশ্চিমের জেলাগুলিতে ১৫ ডিসেম্বর থেকেই আরও ভালোভাবেই টের পাওয়া যাবে শীত। সর্বনিম্ন তাপমাত্রার পারদ কমে দাঁড়াবে ১২ ডিগ্রির কাছাকাছি। কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল থেকেই সর্বনিম্ন তাপমাত্রার পারদ ১৪ ডিগ্রির কাছাকাছি নেমে আসবে। তবে তার পর সপ্তাহ খানেক একই রকম আবহাওয়া বজায় থাকতে পারে।